Thursday, October 2nd, 2025




বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পূজা মণ্ডপ পরিদর্শন

নারায়ণগঞ্জ প্রতিদিন  :

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন সর্বজনী শ্রী, শ্রী, দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।

১ অক্টোবর বুধবার সর্বজনী শ্রী, শ্রী, দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে চেয়ারম্যান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় পুজা হিসেবে গণ্য করা হয়।আমাদের ইউনিয়নে ছয়টি পূজা মন্ডপে পূজা হচ্ছে আমি ছয়টি পূজা মন্ডপ ঘুরে দেখেছি এবং সবগুলো পূজা মন্ডপের কমিটির সভাপতি ও সেক্রেটারির সাথে দেখাও কথা বলেছি হিন্দু সম্প্রদায়ের ভাইদের খোঁজখবর নিয়েছি আমার সাথে ছিলেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের সকল মেম্বার ও মহিলা সদস্যরা দেলোয়ার হোসেন বাবু (মেম্বার) এবং আলমগীর হোসেন (মেম্বার), আবুল হোসেন (মেম্বার), মোঃ নজরুল (মেম্বার) এবং মোঃ মাসুম (মেম্বার) এবং মহিলা সদস্য মোছাম্মদ উর্মি আক্তার এবং আলেয়া আক্তার।

বৈদ্যের বাজার সাত ভাইয়াপাড়া পূজা কমিটির সভাপতি ও হিন্দু সম্প্রদায়ের পরিচিত মুখ শ্রী রজন চন্দ্র বর্মন ও শ্রী সুভাষ চন্দ্র বর্মন, শ্রী রামানন্দ চন্দ্র বর্মন, শ্রী সাধু চন্দ্র বর্মন, শ্রী বকুল চন্দ্র বর্মন, বলেন আমাদের ইউনিয়ন পরিষদের সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের কাছে যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি, এই যে মামুন চেয়ারম্যানের আগে যাদের দেখেছি ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যান,মেম্বার দায়িত্বে ছিলো তারাও কখনো এরকম আমাদের পূজা মন্ডপের জন্য এত খোঁজ খবর রাখেননি, তাই আমরা হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমাদের চেয়ারম্যান সাহেব কে সফল চেয়ারম্যান হিসেবে ঘোষিত করা হলো, অতীতে ও দেখেছি এবং বর্তমান ও দেখেছি আমাদের চোখের দেখা এভাবে একটি ইউনিয়ন পরিষদের, সকল মেম্বারদের কে সাথে নিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের, কোন পূজা মন্ডপ পরিদর্শন করতে, এবং উপস্থিত থাকতে আমরা দেখিনি, সেই সাথে বৈদ্যের বাজার ইউনিয়নে (৬) টি পূজা মন্ডপে সবগুলো কমিটির কাছে নগদ অর্থসহ আমাদের পুজার সার্বিক খবরা-খবর নিয়েছেন এবং তিনি আমাদেরকে আশ্বাস এবং সাহস দিয়েছেন ব’লেছেন আমাদের পূজা করতে কোন প্রকার সমস্যা হলে সাথে সাথে যেনো চেয়ারম্যান সাহেবকে অবগত করি। তাই আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজন, একটি কথাই বলবো হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের কোন ভেদাভেদ নাই। পূজা পালন করবে হিন্দু সম্প্রদায়ের লোকজন, কিন্তু উৎসব সকলের জন্য।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ও মেম্বার দেলোয়ার হোসেন বাবু, বলেন প্রতিবারের মতো এবারও আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ও মহিলা সদস্যদের নিয়ে,ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে আজ বিভিন্ন পূজা মন্ডপ, ঘুরে প্রত্যেকটা পূজা মন্ডপে, তাদের সুবিধা, অসুবিধার কথা জানার চেষ্টা করেছি, এবং আমাদের ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আব্দুল্লাহ আল মামুন তার নেতৃত্বে আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, এ বছর ব্যতিক্রমী চিন্তাধারা, দেখলাম আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৬ টি পূজা মন্ডবে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন, এবং সেই সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আব্দুল্লাহ আল মামুন তিনি তার বক্তব্যে বলেন, আমি বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকে, আমি চেষ্টা করেছি এই ইউনিয়নের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখেছি এবং সামনের দিনগুলিতে ও যেনো, আমি এইভাবে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি, তিনি আরও বলেন হিন্দু সম্প্রদায়ের লোকজনদের আমরা কখনো তাদেরকে আলাদা করে দেখিনি, সবশেষে আমি একটি স্লোগানি আপনাদের মাঝে বলে যাব, হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের কোন ভেদাভেদ নাই, ভবিষ্যতেও থাকবে না আমাদের বৈদ্যের বাজার ইউনিয়নের মানুষ শান্তি প্রিয় মানুষ, তাই সকলের দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন।

পূজার স্থানগুলো, শ্রীমতি প্রিয়া বৈষ্ণবী আখড়া নগর জোয়ার, পূজা মন্ডপ এবং হামসাদী স্বর্গীয় বেনু ঠাকুর বাড়ি, পূজা মন্ডপ, এবং, দামোদরদী সর্বজননী,শ্রী,শ্রী দুর্গা পূজার মন্ডপ বৈদ্যের বাজার সাত ভাইয়া পাড়া পূজা মন্ডপ, এবং খংসারদী শ্রী,শ্রী, সর্বজননী পূজা মন্ডপ।

পরিদর্শন কালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ছয়টি পুজা কমিটির সাথে দেখা করে নগদ অর্থ উপহার তুলে দিয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী, ও পূজা কমিটির লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর...