Tuesday, November 24th, 2015




বর্তমান প্রজন্মকে জানাতে শহরে নবান্ন উৎসব করা প্রয়োজন : জেলা প্রশাসক

 

শহর প্রতিবেদক,নারায়নগঞ্জ প্রতিদিন ঃ নারায়নগঞ্জ প্রিপারেটরী স্কুলে নবান্ন উৎসব-১৪২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ নভে¤¦র সকালে স্কুল প্রাঙ্গনে এই উৎসবের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারী’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মনোমুগ্ধকর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার চৌধুরী, নারায়নগঞ্জ কর্মাস কলেজের অধ্যক্ষ ডঃ শিরিন বেগম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা বলেন, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতু বৈচিত্রের পালাবদলে এখন হেমন্তকাল। হেমন্তকালে বাংলার কৃষকের গোলা ভরে উঠে নতুন ধানে। কৃষাণীরা নতুন ধানের পিঠা বানিয়ে আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করেন। উৎসবের রংয়ে রঙিন হয়ে উঠে কৃষকের আঙ্গিনা। যুগ যুগ ধরে চলে আসা বাঙ্গালী কৃষকের এই প্রানের মিলন মেলাকে নবান্ন উৎসব নামে অভিহিত করা হয়। বর্তমান নগর সভ্যতার এই ইট পাথরের শহরে আমাদের বর্তমান প্রজন্ম গ্রামীণ ঐতিহ্যের এইসব দিকগুলো সম্পর্কে জানার সুযোগ পায় না। তাদেরকে এসবের সাথে পরিচিত করতে ঋতুভিত্তিক উৎসব পালনের প্রয়োজনীয়তা অপরিসীম। নবান্ন উৎসব আয়োজন করে নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুল শহরের ছাত্রছাত্রীদেরকে গ্রামীণ ঐতিহ্যের সাথে পরিচিত করতে অগ্রনী ভূমিকা পালন করেছে। এজন্য আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category