নারায়ণগঞ্জের বন্দরে জনমনে আতংক সৃষ্টিকারি ও আওয়ামীলীগের দোষর মোঃ শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশের একটি দল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উপর হামলা মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে । বন্দর থানার মামলা নং – ১১ , তারিখ ৫ সেপ্টেম্বর এবং জিআর নং-২৭৯। ধারা ১৪৩,৩৪১,৩৭০,৩২৩,
৩২৬, ৩৭৯, ১১৪,৫০৬ পেনাড কোর্ড ১৮৬০।
ধৃত আসামী শাকিল দেউলী চৌরাপাড়া এলাকার শফিউদ্দীনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ২০২৪ সালের সকাল ১১ টার সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয়ার সময় বাদী (জহিরুল ইসলাম) অন্যান্য ছাত্রদের নিয়ে নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাড়া যাওয়ার পথে বন্দর ঘাটে পৌঁছামাত্র আসামী শাকিল সহ এজাহারনামীয় আসামী গন তাদের হাতে থাকা পিস্তল, রামদা, দা, ছুরি , চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, এস এস পাইপ, কাঠের ডাসা, বাশের লিঠি সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের পথরোধ করে অতর্কিত হামলা চালায় । আসামীদের সঙ্গে থাকা অস্ত্রশস্ত্র বাদী তার সহযোগী রিজোয়ান হোসেন সহ বেশ কয়েকজনকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা ও রক্তাক্ত জখম করে । উল্লেখিত আসামী সহ এজাহারনামীয় আসামীগন প্রতক্ষ ভাবে ঘটনাস্থলে উপস্থিত থেকে বাদী অন্যান্য ভিক্টিমদের রক্তাক্ত কাটা জখম করেছে মর্মে সাক্ষ্য প্রমান পাওয়া গেছে। বাদু সহ জখমীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এ গিয়ে আসলে আসামী শাকিল সহ অপারাপর আসামীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে ঘটনাস্থল হতে চলে যায়। প্রাথমিক তদন্তে উক্ত মামলার ঘটনায় জড়িত থাকার তথ্য প্রমান পাওয়া গেছে। তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামীকে জেল হাজতে আটক আটখ রাখা একান্ত প্রয়োজন বলে মনে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি শাকিল বন্দর থানাধীন দেউলী চৌরাপাড়া সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও ওসমান পরিবারের পাওয়ারে ক্ষমতার অপব্যবহার সহ চোরাইচক্র ও মাদকের মূল হোতা ছিলো বলে জিনিয়েছে স্থানীয়রা। ঐ আমলের সকল সুযোগ সুবিধা সে ভোগ করছে বলেও জানা গেছে ।
শাকিলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, শাকিলকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা মামলায় গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।
Leave a Reply