বন্দর থানা প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : আওয়ামী লীগ ও জাতীয়পার্টির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়েছে । আহতদের মধ্যে জাতীয় পার্টির মোজাম্মেল (৪৫), ইমন (২৫), মিজানুর (৩৫), মহিউদ্দিন (৬৫), মোশারফ (৬২), মোসলেউদ্দিন (৫৫), আওয়ামী লীগের আঙ্গুর (৩৫) ও আপেল (৩৮) এর নাম জানা গেছে। আহতদের নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জেলার বন্দর উপজেলার বাগবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে।
জানা গেছে, বন্দর বাগবাড়ি এলাকার মৃত মোতালেব সরদারের ছেলে হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন বাড়িতে ঘর নির্মাণ কাজ করছে। এ খবরে একই এলাকার টিক্কা মিয়া ওয়ারিশের সম্পত্তি ক্রয় করেছে বলে দাবি করে আওয়ামী লীগ সমর্থক আঙ্গুর, আপেলসহ ২০/২৫ জনের একটি দল ঘর নির্মাণে বাধা দেয়। এতে করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক দফা দাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১০হ১২ জন আহত হয়। এ সময় একটি মাটর সাইকেল ভাংচুর করেছে হামলাকারীরা।
বন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন এলাকায় শান্ত রয়েছে। যাতে আর কোন ঘটনা না ঘটে তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে।
তিনি আরো বলেন, বিষয়টি জমি সংক্রান্ত হলেও এতে এখন সংঘর্ষটি আওয়ামীলীগ ও জাতীয় পাটির্র মধ্যে হয়েছে। এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ করেনি।
Leave a Reply