Wednesday, November 25th, 2015




ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সাজবে নতুন সাজে

ইন্টারন্যাশনাল ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এ বিশ্বকাপের খেলাগুলো দেশের সাতটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে ২০ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামগুলোকে আরও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ।

নারায়ণগঞ্জের ফতুল্লা, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট বিভাগীয় স্টেডিয়াম, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম, চট্টগ্রাম এমএ আজিজ এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে আধুনিকতার পাশাপাশি ঢেলে সাজানো হবে। ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামেও আনুষঙ্গিক কিছু কাজ করা হবে।

জাতীয় ক্রীড়া পরিষদ জানায়, আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০১৬ উপলক্ষে নির্বাচিত ৭টি স্টেডিয়ামের মেরামত, সংস্কার ও উন্নয়ন জরুরি ভিত্তিতে করা হবে। স্টেডিয়ামের ভাঙা চেয়ারের পাশাপাশি ফ্লাডলাইটের বাল্ব প্রতিস্থাপন করা হবে। স্টেডিয়ামগুলোর মাঠেরও সংস্কারের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

জাতীয় ক্রীড়া পরিষদ জানায়, ক্রিকেট বিশ্বকাপ-২০১১ এবং আইসিসি ওয়ার্ল্ড টি-টুয়েন্টি ক্রিকেট-২০১৪ সালে সফলভাবে আয়োজন করে বাংলাদেশ। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০১৬ সফল করতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপ শুরুর আগেই ৭টি স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। এতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২০ কোটি ৯০ লাখ টাকা।

জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা বিশ্বকাপের জন্য নির্ধারিত ভেন্যুগুলোকে সরেজমিন পরিদর্শন করে আধুনিকায়ন, সংস্কার এবং উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category