Wednesday, November 25th, 2015




পরীমনির মানহানির একটি মামলা দায়ের

518_13353
বিনোদোন ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : ঢালিউডের হাল আমলের ব্যস্ত নায়িকা পরীমনির আজ ঢাকার সিএমএম আদালতে ১০ কোটি টাকার মানহানির একটি মামলা দায়ের করেছেন। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে অনলাইন পত্রিকা প্রিয় ডটকম- এর সম্পাদক ও চলচ্চিত্র প্রতিবেদকের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করেন।

পরীমনির আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় পরীর জবানবন্দি নেন। পরে আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

 মামলার আরজিতে উল্লেখ করা হয়, অনলাইন পোর্টাল প্রিয় ডটকমের প্রতিবেদক মাহমুদ উল্লাহ পরীমনি সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন প্রকাশের প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু পরীমনি তা দিতে অস্বীকার করায় ওই প্রতিবেদক তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। গত ১৭ নভেম্বর প্রতিবেদক মাহমুদ উল্লাহ তার সম্পাদক জাকারিয়া স্বপনের সহযোগিতায় প্রিয় ডটকমে পরীমনি সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেন যাতে তার মানহানি করা হয়েছে।
 প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরীমনি মাদক সেবন করেন, তিনি নাইট ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটান এবং এক সংসদ সদস্যের জোরে তিনি কাউকে পরোয়া করেন না।
 এ বিষয়ে পরী মনি যুগান্তরকে বলেন,  আমি বাধ্য হয়েই এ মামলা করেছি। আমার অভিনীত ও প্রযোজিত সিনেমা মহুয়া সুন্দরী মুক্তি পাওয়ার তিন দিন আগে আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করে অনলাইন পত্রিকা প্রিয় ডটকম। এতে আমার সিনেমাটি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। ওই খবরটির কারণে আমার সন্মানহানি হয়েছে।
 উল্লেখ্য, গত ২০ নভেম্বর পরীমনি অভিনীত মহুয়া সুন্দরী সিনেমাটি সারাদেশে মুক্তি পেয়েছে। রওশন আরা নিপা পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি প্রযোজনা করেন পরীমনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category