Monday, December 14th, 2015




নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালের আরেক নাম ’শ্লীলতাহানী’

jpg 4ডাক্তার জাহাঙ্গীর টাকার জোরে সব পারে

নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালের আরেক নাম ’শ্লীলতাহানী’

বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : শহরের মিশনপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালে ডাক্তার জাহাঙ্গীর আলম (৫৫) কর্তৃক চাকুরি করতে আসা সুন্দরি নিরীহ মেয়েদেরকে শ্লীলতাহানীর একাধিক অভিযোগ থাকলেও বিচার হয়নি একটিরও। মোটা অংকের টাকা ও তার নিজস্ব কিছু প্রশাসনের অসাধু কর্মকর্তার সহাযোগীতায় জঘন্য অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে।
জানা গেছে,শহরের মিশনপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালের মালিক ও ডাক্তার জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবত এই হাসপাতালের অভ্যন্তরে নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে।এখানে সেবা নিতে আসা রোগীদের ঠিকমত চিকিৎসা না করে সে সব সময়ই ব্যাস্ত থাকে সুন্দরি মেয়েদেরকে কিভাবে আয়ত্তে এনে যৌন হয়রানি করার কাজে।এটা যেন তার নিত্যদিনের কাজে পরিনত হয়েছে।সে এইভাবেই বিভিন্ন মেয়েদেরকে চাকুরি ও মোটা অংকের টাকা বেতন দিবে বলে তাদের সাথে শারীরীক সম্পর্কে জড়িয়ে একে একে ৪ টি বিয়ে করেছে।তার পরেও তার বিভিন্ন নিত্য নতুন মেয়েদের সংগ চাই।সুন্দরি মেয়ে দেখলেই তার মাথা নষ্ট হয়ে যায়।যে ভাবেই হোক তাকে ম্যানেজ করে তার বিছানায় নিয়ে এসে।এভাবেই জাহাঙ্গীর পরিনত হয় লেডি কিলারে।তাছাড়া চিকিৎসা নিতে আসা অল্পবয়সি মেয়েদেরকেও বিভিন্ন সময় অফার দিয়ে নিরবে অপমানও হয়েছে বেশ কয়েকবার। আর যারা টাকার লোভে পরেছে সে কথাতো আর কেউ জানতে পারেনি। এরকমভাবে লপ¥ট জাহাঙ্গীর কত মেয়ের জীবন নষ্ট করেছে তার কোন হিসেবে কারো কাছে নেই। তবে কিছুদিন আগে তার বিরুদ্ধে একটি সাহসি মেয়ে লতা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। কিন্তু বিধিবাম মোটা টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাঁপা দেয়ার অপচেষ্টা করছে।
এবিষয়ে সদর সিনিয়র সার্কেল এএসপি ফোরাকান সিকদার নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম’কে জানান,এই ঘটনা জানার পরে জাহাঙ্গীরকে থানায় ডাকানো হয়েছে । এ বিষয়ে তদন্দপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category