বিশেষ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় রেলওয়ের সম্পত্তির (১৫ একর) ওপরে দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী কুচক্রিমহল অবৈধভাবে বসত ঘর ও দোকান পাট নির্মান করে মোটা অংকের টাাকা হাতিয়ে নিয়ে আসছিল । বস্তিটি শহরের প্রানকেন্দ্র হওয়াতে মাদক জুয়া ওঅসামাজিক কার্যকলাপ হিসেবে ব্যবহৃত হতো ।
জানা গেছে,শহরের জিখানা এলাকার ওই জায়গাটি ইতিমধ্যে নাসিক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর সুদৃষ্টি পরায় ২য় হাতিরঝিল প্রকল্পের আদলে তৈরি করা হচ্ছে । প্রকল্প বাস্তবায়নের লক্ষে কাজ দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে । ইতিমধ্যে স্থানীয় ও আশপাশের লোকজন এতে আনন্দে আতœহারা হয়ে স্বস্তি প্রকাশ করেছেন ।
আরো জানা যায়,ওই প্রকল্পটির ব্যয় হিসেবে আনুমানিক ৩ শ কোটি টাকা ব্যায় ধরা হয়েছে ।
এ বিষয়ে ওই এলাকার স্থানীয় বাসান্দারা জানান,এই জায়গাটি বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি ছিলো । কিন্তু দীর্ঘদিন যাবত এই এলাকার কিছু প্রভাশালীর ছত্রছায়ায় ঘরবাড়ি ও দোকানপাঠ তৈরি করে জোরপূর্বক দখল করে মোটা অংকের টাকা পকেটে ভরেছে । মেয়র আইভী ওই সকল প্রভাবশালীদের মুখের খাবার কেরে নিয়ে সেখানে তৈরি করছে হাতিরঝিলের আদলে খুব সন্দর ও মনোরম পরিবেশের একটি পার্ক।
এ বিষয়ে নাসিক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর সাথে তার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি ।
Leave a Reply