Saturday, November 28th, 2015




নারায়ণগঞ্জে এমন একটি মল করব. যে মল হবে বিনোদনমুলক॥ শামীম ওসমান

 

somoynarayanganj-hokers-somity-s20151128160627শহর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন ঈদসহ বিভিন্ন উৎসব এলে দেখা যায় পুলিশ ফুটপাতের হকারদের পিটাপিটি শুরু করে। সকালে পিটায় আবার বিকালে বসে পড়ে। পিটানোর উদ্যেশ্য হচ্ছে ৫ হাজার চাঁদা হলে বিকেলে ১০ হাজার করার জন্য। শনিবার রাতে নারায়ণগঞ্জ ক্লাব লি: কমিউিনিটি সেন্টারের তৃতীয় তলায় সমবায় নিউ মার্কেট দোকান মালিক ও ব্যাবসায়ী বহুমুখী সমবায় সমিতি আয়োজিত ১৭তম বার্ষিক সাধারন সভা ও নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে অনেক মার্কেট হয়েছে তবে মনের মত একটি শপিং মল এখনও হয়নি। আমার ইচ্ছে আছে এখানে এমন একটি মল করব. যে মল হবে বিনোদনমুলক। যে কোন বয়সের মানুষের বিনোদনের ব্যবস্থা থাকবে। যদিও এ দায়ীত্ব সিটি কর্পোরেশনের। কিন্তু তাদের যেহেতু এ ব্যপারে আগ্রহ নেই, সেহেতু আমরা নিজেরাই এটি করে দেখাব। এ ছাড়াও তিনি বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের মাধ্যমে নারায়ণগঞ্জকে সুন্দর করে সাজানোর ইচ্ছা প্রকাশ করেন।
অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সভাপতি খাজা ওবায়দুল হক টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন সমবায়ের চেয়ারম্যান আবুল কাশেম, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো: শহ্জাহান মিয়া। আরও বক্তব্য রেখেছেন মাহবুবুর রহমান লিটন, জাকির হোসেন, ও মিজান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category