নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : একাত্তরে মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যার দায়ে ফাঁসির দ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে আজ বুধবার আদেশ দেবেন দেশের সর্বোচ্চ আদালত। এটি হবে মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত আদেশ।এ ছাড়া একই অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে আজই আদেশ দেওয়া হবে।
এ নিয়ে সারা দেশের মতো নারায়ণগঞ্জ জেলায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ন স্থানে বসানো হয়েছে বাড়তি চেকপোস্ট।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ডা: খন্দকার মহিদ উদ্দিন নারায়ণগঞ্জ প্রতিদিনকে বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসাধারণ আমাদের সহযোগীতা করলে নারায়ণগঞ্জকে জঙ্গীমুক্ত সমাজ হিসাবে গড়া সম্ভব।
আজ সন্ধ্যায় ঢাকায় বিজিবি নামছে, নারায়ণগঞ্জে এমন কোন ব্যবস্থা আছে কি না জানতে চাইলে তিনি জানান, প্রয়োজন হলে বিজিবি নামানো হবে।
Leave a Reply