OLYMPUS DIGITAL CAMERA
বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ র্যাব-১১’র অভিযানে সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা থেকে ৮ শ গ্রাম গাজা সহ কবীর হোসেন (৪০) নামের
পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা গেছে,উপজেলার ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ দক্ষিনপাড়া এলাকায় র্যাব-১১’র সিপিসি-১’র অধিনায়ক শাহ্ মোহাম্মদ মশিউর রহমানের নের্তৃত্বে একটি আভিযনিক দল বুধবার সকাল সাড়ে ৮ টায় কবীর হোনে (৪০) কে ৮ শ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়। আসামী কবীরকে নিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ বছরের সাজা দেয়া হয়।উক্ত সাজা প্রদান করেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আকতার চৌধুরীর ভ্রম্যমান আদালত।ধৃত কবীর একজন চিহ্নীত মাদক ব্যবসায়ী।সে এর আগেও মাদক সহ বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল।পরে জামিনে মুক্ত হয়ে ফের এই জঘন্য অপরাধে বা মাদক ব্যবসা চালিয়ে আসছিল।তার অত্যাচারে অতিষ্ট এলাকার সাধারন মানুষ।এই চিহ্নিীত মাদক ব্যবসায়ী একই এলাকার মৃত হাফিজউদ্দিনের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে র্যাব-১১’র সিপিসি-১’র ভারপ্রাপ্ত অধিনায়ক শাহ্ মোহাম্মদ মশিউর রহমান (পিপিএম) নারায়ণগঞ্জ প্রতিদিন’কে জানান,ধর্মগঞ্জ দক্ষিনপাড়া এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী কবীর হোসেনের বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ শ গ্রাম গাজা সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হই। আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য,র্যাব-১১’র অভিযানে জব্দকৃত মাদক জনসমুক্ষে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Leave a Reply