দুমকি প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : পটুয়াখালীর দুমকিতে এক নিরীহ পরিবারের বসত ঘরে সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে মালামাল ভাংচুর-লুট-পাট ও জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে,গত সোমবার গভীর রাতে উপজেলার নলদোয়ানী গ্রামের জনৈক ইউনুছ মুন্সির বাড়িতে হামলা-ভাংচুর, লুট-পাট ও জমি দখলের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে গত মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ঘরের বেড়া কেটে ও আসবাবপত্র তছনছ করে ধরে নিজেরাই হামলা-লুটপাটের সাজাঁনো নাটক হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় গ্রামবাসীরা।
থানাপুলিশ ও ক্ষতিগ্রস্থ ইউনুচমুন্সীরপরিবারের দেয়া অভিযোগে বলাহয়, সোমবার রাত আনুমানিক ৩টার সময় বাড়ির সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সেইসময় একই বাড়ির ইউপিসদস্য মিজান মুন্সীর নেতৃত্বে ২৫/৩০জনের একটিসশস্ত্র সন্ত্রাসী বাহিনী বসত: ঘরে হামলা চালায়। সন্ত্রাসীরা ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা করলে ধাক্কাধাক্কি ও ডাক-চিৎকারের শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙ্গে যায়। ডাকাত পড়েছে এ ভয়ে গৃহকর্তা ইউনুচমুন্সী পেছনের দরজা খুলে অন্ধকারে আত্মগোপনকরে থাকে। এদিকে সন্ত্রাসীরা টিনের বেড়া কুপিয়ে ও পিটিয়ে ভাংচুর করে ঘরে ঢুকে অস্ত্রেরমুখে সবাই কে জিম্মি করে নগদ ৫০হাজার টাকা, স্বর্ণালংকার সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটকরে। একই সময় সন্ত্রাসীদের অপর সহযোগীরা বাড়ির পার্শ্ববর্তি বিরোধীয় জমি দখল করে রাতা-রাতি একটি টিনের ঘর তুলে দ্রুত সটকে পড়ে। থানায় সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ দায়ের করা হলেও ঘটনাস্থলের বাসিন্দারা কেউ টের পায়নি। বেশ কয়েকজন প্রতিবেশী অভিযোগ করেন, রাতে কোন ধরণের হামলা-লুটপাটের ঘটনা ঘটলে আশ-পাশের লোকজন টের পাওয়ার কথা। সকালে ইউনুছ মুন্সীর পরিবারের লোকজন এ হামলা-লুটপাটের প্রচারণা থেকে প্রতিবেশীরা জেনেছেন। অভিযোগটি পুরোপুরি সাজাঁনো নাটক দাবি করে প্রতিপক্ষ ইউপি সদস্য মিজান মুন্সী জানান, আমার পৈত্রিক জমিতে সোমবার সকালে একটি ঘর তুলেছি। ওই জমি নিয়ে ইউনুছ মুন্সীর সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। ঘর তোলায় বাঁধা না দিয়ে রাতে নিজের বসত:ঘরের বেড়া কেটে ও মালামাল সড়িয়ে ছিটিয়ে লুটপাটের ঘটনা সাজিয়েছে। প্রকৃতভাবে এমন কোন ঘটনাই ঘটেনি। ঘটনার তদন্তকারী কর্মকর্তা দুমকি থানার এসআই সুমন নারায়ণগঞ্জ প্রতিদিন’কে জানান, প্রাথমিকভাবে হামলা-লুটপাটের ঘটনাটি সাজাঁনো বলে মনে হচ্ছে। তবে তদন্তে প্রকৃত ঘটনা প্রকাশ পাবে।
Leave a Reply