রুপগঞ্জ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রাার্থী নির্ধারিত হয়েছেন হাসিনা গাজী।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে দলীয় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে প্রার্থী হিসেবে নির্বাচিত হন উপজেলা মহিলা লীগের সভানেত্রী হাসিনা গাজী।
তার প্রতিদ্বন্দী ছিলেন আওয়ামী লীগ কর্মী রমজান হোসেন সাউদ। এদের মধ্যে হাসিনা গাজী পান ৪ ভোট ও রমজান হোসেন সাউদ পান ১ ভোট।
প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে ভোট দেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, তারাব পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান।
ফলাফলসহ দলীয় প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা।
Leave a Reply