Wednesday, September 10th, 2025




ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদ অভিযান

তাওলাদ হোসেন, নারায়ণগঞ্জ  :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ যাত্রী কাউন্টার দোকান, স্টেশনারি, ফলের দোকান, ফ্লেক্সিলোডের দোকান, হোটেল ও কাঁচা বাজারসহ দুই শতাধিক বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এবং ঢাকা–চট্টগ্রাম সিলেট মহাসড়কের পাশে ডাম্পিং এর সামনে রাস্তায় পরিত্যক্ত গাড়িগুলা ডাম্পিং এর ভিতরে রাখা হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফারজানা আক্তার ও সোনারগাঁ উপজেলার নির্বাহী কমিশনার ভূমি উন্নয়ন কর্মকর্তা কাচপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম এবং কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ আব্দুল কাদের জিলানী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায়

১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ফুটপাতের দোকান ভাঙচুরের উচ্ছেদ অভিযান এর কাজ সম্পন্ন হয়। হকারদের দখলকৃত লেনটি এখন যানচলাচলের পাশাপাশি পথচারীদের হাঁটার উপযোগী হয়ে উঠেছে।
ক্ষুদ্র ব্যবসায়ী সাগর হোসেন ও রিয়াদ মিয়া জানান, উচ্ছেদের পর আবারও দোকান বসাতে হলে স্থানীয় চাঁদাবাজদের মোটা অঙ্কের চাঁদা দিয়ে তাঁদের দোকানপাট বসাতে হবে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‘সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযানে দুই শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কাঁচপুর যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর...