সিআরবি’র ডাবল মার্ডার মামলার অন্যতম আসামি ও ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাইফুল আলম লিমনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর এনায়েত বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাবল মার্ডার মামলার অন্যতম আসামি লিমনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ডাবল মার্ডার মামলায় যুবলীগ নেতা বাবর ও ছাত্রলীগ নেতা লিমনসহ ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ। এর একদিন পরই লিমনকে গ্রেফতার করা হলো।
র্যাব-৭ এর সহকারী পরিচালক ও এএসপি সাহেদা সুলতানা যুগান্তরকে বলেন,‘এনায়েত বাজার থেকে লিমনকে গ্রেফতার করা হয়েছে বলে শুনেছি। অভিযান-টিম ঘটনাস্থলে রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।’
Leave a Reply