নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ সরকারী তোলারাম কলেজ রোড থেকে অক্টোঅফিস মোড় পর্যন্ত রাস্তাটির নির্মাণ কাজ জেলা পরিষদ কর্তৃক বন্ধ করার অযৈক্তিক ও অন্যায় পদক্ষেপ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১১ টায় নাগরিক কমিটির আয়োজনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি রফিউর রাব্বি, সহ-সভাপতি কাজী মোখলেসুর মান্না, সাধারণ সম্পাদক আ:রহমান, সুজিৎ রায়, তারেক, কার্যকরী সদস্য এড.আওলাদ হোসেন।
শহরের যানজট নিরসন ও জনসাধারণের চলাচলের জন্য দীর্ঘদিনের পরে সরকারী তোলারাম কলেজ রোড থেকে অক্টোঅফিস মোড় পর্যন্ত রাস্তাটির নির্মাণ কাজ শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। কিন্তু রাষ্ট্রীয় প্রয়োজনীয়তার কারণ দেখিয়ে জেলা পরিষদ কর্তৃপক্ষ কাজটি বন্ধ করার নির্দেশ দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে। ফলে বিভিন্ন জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে রাস্তাটিতে। তাই জেলা পরিষদের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করে জনস্বার্থে রাস্তাটির নির্মাণ কাজ শুরু করা এবং তা প্রসস্থ করতে ডাক বাংলোর সামনের জায়গাটি দেয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জোর দাবী করেন নাগরিক কমিটি।
এসময় তারা আরো বলেন, চাষাড়া থেকে পঞ্চবটি এলাকার এ রাস্তা দিয়ে নারায়ণগঞ্জের অধিকাংশ মানুষ চলাচল করে। এতে স্বাভাবিকভাবে প্রতিনিয়তই মূল রাস্তাটিতে যানজটের সৃষ্টি হয়। তাই সরকারী তোলারাম কলেজ রোড থেকে অক্টোঅফিস মোড় পর্যন্ত রাস্তাটি মূল সড়কের সাথে যুক্ত করারও দাবী জানান। আর এসকল দাবী জেলা পরিষদ কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়ীত না করলে কঠোর আন্দোলন বা কর্মসূচীর মাধ্যমে তা আদায় করে নেয়ার কথা জানান।
Leave a Reply