Tuesday, November 17th, 2015




জাহিদ হাসানের প্রেম নিবেদন

8_9497
প্রেম কোন বাধাই মানে না। তাই তো নিজের চেয়ে কমবয়সী মেহজাবিনকে প্রেম নিবেদন করতে জাহিদ হাসানের একটুও বাধেনি। ‘ঠাণ্ডা গরম’ নামের একটি টেলিফিল্মে একেবারে রাস্তায় হাঁটু গেড়ে বসে মেহজাবিনকে প্রেম নিবেদন করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নাটকের জাহিদ হাসান মামুন চরিত্রে অভিনয় করছেন। গল্পে দেখা যাবে- এলাকার মানুষ মামুনকে দেখলে অন্য পথে চলে যায়। কেউ তার সঙ্গে ভয়ে কথা বলতে সাহস পায় না। কারণ তিনি এলাকায় অনেক বড় মাস্তান। কেউ তার বিরুদ্ধে কথা বললে তিনি তাকে চড় মারেন। এজন্য এলাকার মানুষ তাকে ‘থাপড়া মামুন’ নামে ডাকে। কিন্তু কেয়ারূপী মেহাজাবিন তাকে মোটেও পাত্তা দেয় না। একসময় মামুন বুঝতে পারেন, মাস্তানের সামনে সমীহ করলেও দূরে গিয়ে ভর্ৎসনা করে। এরপর তিনি সিদ্ধান্ত নেন ভালো হওয়ার। এ টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘শুটিংয়ের সময় অনেককে চড় মেরেছেন তিনি। বিষয়টি নিয়ে অনেক মজা হয়েছে। তবে মেহজাবিনকে চড় মারতে পারিনি। কারণ যদি প্রেমের প্রস্তাব গ্রহণ না করে। ভালো একটি কাজ হয়েছে। আশা করছি দর্শকদের পছন্দ হবে।’ ইউসুফ আলি খোকনের পরিচালনায় টেলিছবিটি আরটিভিতে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category