শহর প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট ঃ সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জোছনা বেগম (৩০) নামের এক মা।
সোমবার বিকেলে চাষাড়া রেল স্টেশনের কাছাকাছি এ ঘটনা ঘটে। জোছনা বেগম ফতুল্লা থানার হরিহরপাড়া এলাকার দুলাল হোসেনের স্ত্রী। এসময় তার সাথে ছিল ৩ বছর বয়সী ছেলে জাবির হোসেন।
এবিষয়ে স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে বিকেল সোয়া ৪টার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন চাষাঢ়া রেল স্টেশনের সিগন্যাল অতিক্রম করার সময় আকষ্মিক ছেলেকে কোলে নিয়ে ঝাঁপ দেন জোছনা বেগম। এসময় ট্রেনের চালক দূর থেকে ওই মহিলাকে দেখে ব্রেক চেপে ট্রেন থামালে প্রাণে বাঁচে মা ও ছেলে। পরে রেল পুলিশের সহযোগীতায় ওই দুজনকে তাদের পরিবারের কাছ হস্তান্তর করা হয়।
Leave a Reply