Thursday, August 7th, 2025




চাদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপির দুই নেতা গ্রেফতার 

নারায়ণগঞ্জ প্রতিদিন :

চাদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম মন্ডল ও জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ তোফা নামের দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৬ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ ও ৪ নং ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আছেন।
আটক এস এম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক হওয়ার পাশাপাশি থানা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, টি.এইচ তোফা জেলা তরুণ দলের সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, বিএনপি নেতা তোফা ও আসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তাদেরকে আটকের কথা নিশ্চিত করেন তিনি।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী ‘দৈনিক নিরপেক্ষ’কে জানান, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category