নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : কুমিল্লায় একজন নারীসহ চার বিদেশী নাগরিককে আটক করা হয়েছে। জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকার কেরানীনগর থেকে বৃহস্পতিবার গভীর রাতে বিজিবি তাদের আটক করে
আটককৃতরা হলেন- ক্যামেরুনের মহিলা নাগরিক গোফাং এ মিরা, কঙ্গোর অকো থোমাস, লোছথুর নাসোরা আকদুও ও গিনির কামারো হামদু।
কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মোখলেছুর রহমান জানান, আটক ৪ বিদেশী নাগরিককে বৃহস্পতিবার রাত ১টার দিকে ভারত সীমান্তবর্তী কুমিল্লার আদর্শ সদর উপজেলার কেরানীনগর এলাকা থেকে গোলাবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করেছে। তাদের কাছে ভারতের ভিসা লাগানো পাসপোর্ট পাওয়া গেছে, যা মেয়াদ উত্তীর্ণ। তারা কোনো অপরাধী দলের কি-না এ বিষয়ে জানার জন্য প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরের দিকে তাদেরকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সামছুজ্জামান জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
Leave a Reply