শহর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : কমিনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতাদের হুমকিদাতাদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বুধবার বিকালে চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে। সভায় জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি কমরেড হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক শিবানাথ চক্রবর্তী, শহর কমিটির সভাপতি আব্দুল হাই শরিফ, জেলা কমিটির নেতা মো: জাহাঙ্গীর আলম গোলক, এড: শাহানারা বেগম, বিমল কান্তী সাহা ও দুলাল সাহা।
এ সময় বক্তরা সরকারের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, দেশে জামায়াত শিবির নিষিদ্ধ করা হলেও জামায়াতের শক্তিকে আপনারা ধ্বংস করতে পারেন নাই। মূলত তারা জঙ্গিদের লালন পালন করে, তাদের ধ্বংস করতে চায় না। আর এই সরকার তা পারবেও না। তাই জনগণকে সাথে নিয়ে এদেশ থেকে জঙ্গিদের বিতারিত করতে হবে।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে বর্তমান প্রধান মন্ত্রী স্বাধনতার পক্ষে আছেন ঠিকই, তবে তিনি স্বাধীনতার ভাবমূর্তিকে টিকিয়ে রাখতে পারছে না। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির ক্রমাগত অবনতি ছাড়া কোন উন্নতি নেই। জঙ্গি ও সন্ত্রাসীরা অপরাধÑঅপকর্ম করে পার পেয়ে যায়। তাদের বিচারতো দুরের কথা গ্রেফতার করতে পর্যন্ত সরকার ব্যর্থ হচ্ছে।
জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী বলেন, গতকাল (মঙ্গলবার) রাত ৮:২৮ মিনিটে কেন্দ্রীয় কমিটির বর্তমান উপদেষ্টা মঞ্জুরুল ইসলামকে আমেরিকা থেকে সরাসরি মোবাইলের মাধ্যমে হত্যার হুমকী দিয়েছে। কিছুদিন আগে আমাকেও মোবাইল ফোনের মাধ্যমে হত্যার হুমকী দেয়া হয়েছে। আসলে তারা মনে করছে আমরা ভয় পাবো! কিন্তু না, তাদের হুমকীর বিরুদ্ধে আমরা পা গুটিয়ে বসে থাকবো না। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তি যুদ্ধের সময় ভাবিনাই বাঁচবো কি মরবো। এখনো বাঁচবো কি মরবো তার কোন ভাবনা আমাদের নাই। তাই তাদের হুমকীর বিপরীতে আমরাও তাদের হুমকী দিচ্ছি, ৭১ সালের মুক্তি যুদ্ধের সময় যেভাবে গর্জে উঠেছিলাম, আবারো সেভাবে গর্জে উঠবো।
সভাপতির বক্তব্যে জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি কমরেড মো: হাফিজুল ইসলাম বলেন, যারা ৭১ সালে মুক্তি যুদ্ধে জীবন বাজী রেখে যুদ্ধ করেছে, তাদের বেছে বেছেই হত্যার হুমকী দেয়া হচ্ছে। তবে এ ব্যপারে সরকারের কোন প্রতিক্রিয়া নেই।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে তিনি বলেন, শিশু রাজন ও কয়েকটি হত্যা কান্ডের বিচার ছাড়া আর কোন ঘটনার বিচার হয়নি। বিচারতো দুরের কথা তাদের গ্রেফতার পর্যন্ত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। সারা নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীরও অবনতি হয়েছে। সারা দেশেল মানুষ একটি ভূতুরে রাজ্যে বসবাস করছে।
তিনি আরো বলেন, সরকার দেশের সাধারণ মানুষদের আর্থিক স্বচ্ছলতাকে ভেঙ্গে দিচ্ছে। মানুষ গ্রাম থেকে এসে কিস্তিতে টাকা লোন নিয়ে রাস্তায় ফুটফাটে ব্যবসা করছে, জীবিকার তাগিদে অটো রিক্সা কিনে রাস্তায় নামছে, আরা সরকার তার প্রশাসনের লোক দিয়ে লাথি মেরে তা গুরিয়ে দিচ্ছে। কোন সরকারই দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply