Wednesday, November 18th, 2015




ওসমান পরিবারের ভবিষ্যত কান্ডারি কে ?

 

ajmir osman
নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহি পরিবারের ভবিষ্যত কান্ডারি কে হবেন এনিয়ে জেলা জুরে চলছে নানা জল্পনা-কল্পনা ।
সুত্রে জানায়,নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহি পরিবার হলো ওসমান পরিবার । এই পরিবারের পূর্ব পুরুষেরা দেশের মানুষের উন্নয়নে যতেষ্ট ভূমিকা পালন করে আসছে । এই পরিবারের এক সময়ের প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত খান সাহেব ওসমান আলী । তারই উত্তরসূরি শাদসুসজোহা । তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন । তার সুযোগ্য তিন ছেলে । তিন জনই এই জেলার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন । ছেলেদের মধ্যে প্রয়াত সাংসদ আলহাজ¦ একে এম নাসিম ওসমান,বিশিষ্ট ব্যবসায়ী ও বর্তমান নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাংসদ আলহাজ¦ একে এম সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ আলহাজ¦ একে এম শামীম ওসমান এমপি । এই পরিবারের তিন ভাই সব সময়ই নারায়ণগঞ্জের মানুষের জন্য কাজ করে চলেছেন । তাছাড়া এই পরিবারের বড় ছেলে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের মৃত্যুর পরে অনেকটা অভিবাবক শূন্যতায় ভুগেছেন । পরে শক্ত হাতে হাল ধরেছেন নারায়ণগঞ্জের জন মানুষের নেতা একে এম শামীম ওসমান । কিন্তু সাধারন মানুষের কাথা হলো এদের পরে কে হাল ধরবেন এই পরিবারের বা কে হবেন ভবিষ্যত কান্ডারি । এ নিয়ে নানা প্রশ্ন থাকলেও সমাধান হিসেবে তারা মনে করছেন তাদের পরিবারের দুই তরুনকে । তারা আর কেউ নয় প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আলহাজ¦ একে এম আজমিরি ওসমান ও শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান । এদের দুজনের মধ্যে সাধারন মানুয়ের নিকট গ্রহনযোগ্যতা অর্জন করেছে আজমিরি ওসমান । বর্তমান যুব সমাজের নিকট অত্যান্ত প্রীয় মুখ হিসেবে পরিচিত আজমিরি ওসমান । যেমনি তার ব্যাক্তিত্ব তেমনি বলিষ্ঠ কন্ঠস্বর,শিক্ষীত ও সুঠাম দেহের অধিকারী । তাছাড়া ওসমান পরিবারের ভবিষ্যত কান্ডারি আজমিরির আরেকটি বড় গুন হলো,সে তার বাবার সাথের বন্ধু বান্ধবের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলেন । অনেক সময় দেখা যায় তার বাবার সাথের বন্ধু বা তার ¯েœহভাজনদের রাস্তায় দেখতে পেলে তাদের সাথে সৌজন্য কথা বলে সম্মান করে থাকেন ।

বিভিন্ন পেশা ও বয়সের মানুষের সাথে কথা বলে জানা গেছে, ওসমান পরিবার নারায়ণগঞ্জের রাজনীতির জন্য একটি সুপরিচিত নাম । তারা সব সময় এই জেলার মানুষের সাথে সুখ-দু:খ ভাগাভাগি করে নিয়েছেন । নাসিম ওসমানের মৃত্যুর পর এই পরিবারের বর্তমানে সেলিম ওসমান ও শামীম ওসমান দুই ভাই অসুস্থ্য অবস্থায় আছেন । তাদের মৃত্যুর পরে একমাত্র আজমিনি ওসমানই ধরতে পারবে এই পরিবারের ঐতিহ্যকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category