নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ সদর থানাধীন উকিলপাড়াস্থ বিবি রোডে ইউনিয়ন ব্যাংকের ৩৮ তম শাখার শুভ উদ্বোধন হয়েছে। ১৬ নভেম্বর সোমবার সকালে ব্যাপক সাজসজ্জা ও আড়ম্বরপূর্ণ পরিবেশে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ফিতা কেটে এই মহতি উদ্যোগের শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আঃ হাই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ শারমিন হাবিব বিন্নি, নারায়ণগঞ্জ হোসিয়ারি সমিতির সভাপতি নাজমূল আলম সজল, সাবেক কমিশনার আজহার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বাবু রঞ্জন কুমার সাহা, আঃ সোবহান খান সেন্টু, ইকবাল হাবিব, আবুল বাশার বাসেদ প্রমূখ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ব্যাংকের এমডি আঃ হামিদ মিয়া বলেন,দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে যেখানে ব্যাংকিং সুবিধা এখনও পৌছায়নি সেখানেই আমরা আমাদের ব্যাংকের শাখা খোলার চেষ্টা করছি। একটা সময় ছিলো যখন সেবার জন্য গ্রাহকদের ব্যাংকের কাছে যেতে হতো, আর এখন দিন বদলের খেলায় ব্যাংক যাচ্ছে গ্রাহকের দ্বারে দ্বারে। আমরা দেশের বিশিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে ছোট পান দোকানী সকলকে সেবা দিতে প্রস্তুত।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আঃ হাই বলেন, বাংলাদেশে শিল্পে যে বিপ্লব সংগঠিত হয়েছে তাতে মূল অবদান ব্যাংকিং সেক্টরের। দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হলে ব্যাংকিং সেবার মান আরো বাড়াতে হবে। খেয়াল রাখতে হবে যাতে বেসিক ব্যাংকের মত ঘটনা আর না ঘটে। ইউনিয়ন ব্যাংকের নতুন এই শাখার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা নেয়ামতউল্লাহ।
Leave a Reply