Friday, November 27th, 2015




আমিরুন নেছা’র মৃত্যুবার্ষিকীতে খাবার ও বস্ত্র বিতরণ

055
শহর প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ শুক্রবার অবিভক্ত বাংলার এম.এল.এ ও মাসিক “সবুজ বাংলা” পত্রিকার সম্পাদক মরহুম খান সাহেব এম. ওসমান আলীর স্ত্রী অবিভক্ত বাংলার ঢাকা জেলার মুসলিম লীগের প্রথম মহিলা সভানেত্রী মরহুমা আমিরুন নেছা বেগম এর ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার নিজস্ব বাবস ভবন “বাইতুল আমান” চাষাঢ়া নারায়ণগঞ্জস্থ বাদ জুমা কোরআন খানী, দোয়া-দুরুদ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুনগ্রাহীরা উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন মরহুমার ছেলে শফিউদ্দিন সারোয়ার বাবু,আল-মামুন সারোয়ার ননি,পল্লু সারোয়ার প্রমুখ। বিকেলে বাইতুল আমান থেকে গরীব-দু:খিদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। তাছাড়া মরহুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুঃখীদের মধ্যে বস্ত্র বিতরণ এবং জয়পুরহাট (বগুড়া) সাইয়েদীনা মোহামাদুর রসূল্লাহ্ (সাঃ) দীনে মারকাদ এতিমখানায় এবং নূরে-মাদিনা আজমেরী এতিমখানা মিরপুর ঢাকায়. কোরআন শরীফ খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category