বিশেষ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট : সারাদেশে মানুষের যান-মালের নিরাপত্তা ও তাদের নিাির্বগ্নে চলাফেরা নিশ্চিত করতে ওদায়ীত্ব পালনের সময় দুর্বৃত্তদের হাতে ৩ বছরে হত্যার স্বীকার হয়েছেন ৩৩ পুলিশ সদস্য। পুলিশ জনগনের বন্ধু হিসেবে পরিচিত হলেও তাদের হত্যার বিচার নিয়েও আজ কথা উঠেছে ।
অনুসন্ধ্যানা জানা গেছে,এ দেশের শান্তি-শৃক্ষলা রক্ষা করতে গিয়ে বিভিন্ন সময় পুলিশের উপর হামলার ঘটনায় ৩ বছরে অর্থাৎ ২০১৩ থেকে চলতি বছর ২০১৫ সাল পর্যন্ত অন্তত ৩৩ পুলিশ হত্যার স্বীকার হয়েছে বলে উঠে আসে প্রতিবেদনে । পুলিশ হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোন বিচার কার্য শেষ হয়নি একটিরো । পাশাপাশি অভিযোগ পত্রও দাখিল করা হয়নি অনেক মামলার । সেই প্রতিবেদনে বলা হয় ২০১৩ সালে ১৮,২০১৪ সালে ১০
এবং চলতি বছরের নভেম্বর পর্যন্ত ৫ জন পুলিশ হত্যার ঘটনা ঘটেছে । যারা দেশ ও দেশের মানুষের নিরাপত্তার জন্য দিন রাত পরিশ্রম করে থাকেন,তাদেরই হত্যার বিচার হচ্ছে না । তাহলে সাধারন মানুষ হত্যার বিচার কিভাবে হবে এই প্রশ্ন এখন জনমনে বাসা বেধেছে ।
এ বিষয়ে পুলিশরে উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বললেও তারা এর কোন সঠিক উত্তর দিতে পারেননি ।
পুলিশ হত্যার বিষয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের অপরাধ বিভাগের প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিয়াল হক জিয়া বলেন,পুলিশ নিহতের মুল কারন হিসেবে আমি মনে করি তাদের পর্যাপ্ত ট্রেনিং নেই এবং মিড লেভেলের পুলিশ কর্মকর্তাদের উপযুক্ত ট্রেনিং এর ব্যবস্থা না থাকায় অপরাধীরা সহযেই তাদের উপর হামলা চালিয়ে পার পেয়ে যাচ্ছে । আর পুলিশ হত্যার বিচার না হওয়ার কারন হিসেবে তিনি মনে করেন পুলিশ তাদের দায়ীত্ব পালনে অনীহা বা অদক্ষতাই মূল কারন ।
সচেতন মহল মনে করেন,পুলিশ সাধারন মানুষের যান ও মালের নিরাপত্তা দিয়ে থাকে তারাই যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে দেশের মানুষের কি অবস্থা হবে সেটা বুঝতে কষ্ট হবার কথা নয় । তাই পুলিশকে আরো শক্তিশালী করা উচিত । পাশাপাশি তাদের উপযুক্ত ট্রেনিং এবং অত্যাধুনিক অস্ত্র দিয়ে তাদেরকে আরো শক্তিশালী করা উচিত । তাহলেই দেশ ও জাতি শান্তিতে বসবাস করতে পারবে ।
Leave a Reply