বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : বাংলাদেশের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ বিটিআরসি বুধবার থেকে দেশের সব মোবাইল ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ সেবা অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। বিটিআরসি কর্তৃপক্ষ বলছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর অনুরোধে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তার স্বার্থে তারা এই পদক্ষেপ নিয়েছে। কমিশনের মুখপাত্র ও সচিব সারওয়ার আলম সাংবাদিকদের জানান, ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ যে কোনো ধরনের ম্যাসেঞ্জার ব্যবহার করে অপরাধীরা যাতে কার্যক্রম চালাতে না পারে সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হলেও শিগগির তা খুলে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার সীমিত বা বন্ধ করার বিষয়ে চলতি মাসের শুরুর দিকে ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল করেছি। এর শুভ ফলও যেমন আছে, খারাপ ফলও আছে। আমরা থ্রি-জি ও ফোর-জিতে চলে গেছি। এ কারণে জঙ্গিরা ইন্টারনেট, ভাইবার থেকে শুরু করে নানা ধরনের অ্যাপস ব্যবহার করে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। সে জন্য আমাদের চিন্তাভাবনা আছে, যদি খুব বেশি ব্যবহার করে হয়তো একটা সময়ের জন্য বা কিছুদিনের জন্য বন্ধ করে দেব। এই লিংকগুলো (জঙ্গি অর্থায়নের সূত্র) যাতে ধরা যায়।’
সরকারি এই সিদ্ধান্তে অভিভাবকরা সন্তুষ্ট হলেও খুশি হতে পারেনি তরুণ প্রজন্ম।ফেইসবুক বন্ধ থাকলেও খোদ ফেইসবুকেই বইছে প্রতিবাদের ঝড়।তরুণ আইটি বিশেষজ্ঞ রিজওয়ান রিয়াদ নারায়ণগঞ্জ প্রতিদিনকে বলেন, “জঙ্গিবাদ ও নাশকতা রোধের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করে জঙ্গি সমস্যা সমাধান করা সম্ভব নয়।কারণ খুব সহজেই ভিপিএন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফেইসবুক সহ সোশ্যাল নেটওয়ার্কে যুক্ত থাকা সম্ভব।যার প্রতিফলন আমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছি। উদাহরণস্বরূপ আমরা পাকিস্তান ও চীনের কথা বলতে পারি। পাকিস্তানে বেশ কিছু সোশ্যাল মিডিয়া বন্ধ থাকার পরও জঙ্গি তৎপরতা বন্ধ হয়নি এবং চীনে সরকারের এক সেল রয়েছে যাদের কাজ হচ্ছে খুজেঁ খুজেঁ ভিপিএনগুলো বন্ধ করা।তবুও চীনে সোশ্যাল মিডিয়া পুরোপুরি বন্ধ করা যায়নি। জঙ্গি তৎপরতা বন্ধ করার জন্য প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য ও প্রযুক্তিতে আরো দক্ষ প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা।”
তোলারাম কলেজের ছাত্র জাকারিয়া মাহবুব জানান, “সোশ্যাল মিডিয়াগুলো একদিন বন্ধ রাখা মানে ফ্রিল্যাসিং খাতে বিশাল নেতিবাচক প্রভাব ফেলা। বিশেষ করে আমরা যারা ওয়েবসাইট অপটিমাইজেশনের কাজ করি তাদের জন্য সোশ্যাল মিডিয়া শুধুমাত্র একদিন বন্ধ রাখা মানে একটা বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখিন হওয়া। তথ্য ও প্রযুক্তিবান্ধব সরকারের অবশ্যই উচিত বিকল্প উপায় খুজেঁ বের করা।”
অন্যদিকে বুধবার প্রায় দেড়ঘন্টা বাংলাদেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল। যার ফলে বিমান পরিবহন প্রতিষ্ঠানগুলোকেও গুণতে হয়েছে একটি বিরাট অংকের আর্থিক ক্ষতি।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রেখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ আজ বুধবার রায় দেবার কিছুক্ষণের মধ্যেই বিটিআরসি এই নির্দেশ জারি করে।
Leave a Reply