Tuesday, November 24th, 2015




সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত দেড় লাখ

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিন মঙ্গলবার সর্বমোট দেড়লাখের বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া বহিষ্কার হয়েছে চার শিক্ষার্থী।072

এদিন প্রাথমিক শিক্ষা সমাপনীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষায় অনুষ্ঠিত হয়।
 আর ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে নতুন সিলেবাসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং পুরাতন সিলেবাসে পরিবেশ পরিচিতি সমাজ ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষাও নেয়া হয়।
 এদিনের পরীক্ষায় ব্যাপক সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলে। প্রাথমিকে ১লাখ ১০হাজার ১১৬জন এবং ইবতেদায়ীতে ৪১ হাজার ৩৯৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
 এই দুটি পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিল। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ ও ইবতেদায়ী সমাপনীতে তিন লাখ পাঁচ হাজার ৪৫১ জন।
 অনিয়মিত পরীক্ষার্থীদের সবার এই বিষয়ের পরীক্ষা ছিল না। এছাড়া অনেকে নিবন্ধন করার পরও পরীক্ষা দেয়নি।
 এই দুই কারণে পরীক্ষায় শিক্ষার্থীর অনুপস্থিতি চিহ্নিত হচ্ছে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীর।
 গত ২২ নভেম্বর দুই স্তরের সমাপনী পরীক্ষা শুরু হয়। সে হিসাবে মঙ্গলবার তৃতীয় পরীক্ষা ছিল। কিন্তু দ্বিতীয় দিনের পরীক্ষা জামায়াতে ইসলামীর হরতালের কারণে পিছিয়ে ৩০ নভেম্বর নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category