ফতুল্লা প্রতিনিধ,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : ১৯৭১ সালে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, বর্তমানে তার চেয়ে বড় ষড়যন্ত্র চলছে। আমার মনে হয় অতি শীঘ্রই আমাদের দেশ ও দেশের মানুষের উপর চরম আঘাত হানা দিতে পারে। তাই আজকের প্রজন্মের সন্তানদের প্রস্তুত থাকতে আহবান জানালেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। রবিবার লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
তিনি আরো বলেন, আজকের এইদিন আমাদের জন্য অনেক বেদনার দিন। আজকের এই দিনেই আমরা ১৩৯ জনকে হারিয়েছি। যে ভাইরা ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আমাদের দেশকে রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। আমাদের মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতিকে কলঙ্ক মুক্ত করছে। আর কোন রাজাকারের যাতে বিচার না হতে পারে সে জন্যে তাকে মেরে ফেলার চেষ্টাও অব্যাহত রয়েছে। কিন্তু তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না, কারো কাছে মাথা নত করেন না, কোন বিদেশী শক্তির কাছে আত্মসমর্পণ করেন না। তিনি আরো বলেন, আমার কাছে বক্তাবলী বাসীর কিছু চাইতে হয় না, আমি এমনিতেই উনাদের দেই। আমরা প্রমাণ করতে চাই আমরা সবসময় বক্তাবলীবাসীর পাশে আছি, থাকব। আপনারা শুধু আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা চিন্তা করবেন এবং তার জন্য মনে প্রাণে দোয়া করবেন। প্রধান বক্তা মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার প্রয়াসে যেভাবে মুক্তিযোদ্ধদের মূল্যায়িত করেছেন, অন্য কোন সরকার আমাদের সেভাবে মূল্যায়িত করেননি। প্রত্যেকটি মুক্তিযোদ্ধা শেখ হাসিনার সরকার ছাড়া আর কিছু বোঝে না। এই সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। তিনি প্রতিটি জেলায় ২ কোটি ৫৭ লাখ টাকা দিয়েছেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য। তাছাড়া প্রতিটি জেলায় ২০ জন অসহায় মুুক্তিযোদ্ধাদের দেখাশুনার দায়িত্ব নিয়েছেন। সকল মুুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলতে চাই আসুন সবাই মিলে শেখ হাসিনার সাথে থেকে দেশকে এগিয়ে নিতে সাহায্য করি। বক্তাবলীতে ১৩৯জন মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল ১৯৭১ সালের এইদিনে। নির্মম সেই হত্যাকান্ডের স্মরণে ও বধ্যভূমি দিবস উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়। বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার মোহাম্মদ আলী।
আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম. সাইফ উল্লাহ বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন, জেলা যুবলীগের সভাপতি আবু হাসনাত মো: শহীদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ-নিজাম, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, যুবলীগের সহ-সভাপতি বরকত উল্লাহ, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, সহ-সভাপতি শাহাবুদ্দিন মাল, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ টিটু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান মাদবর, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সিরাজ, ৬নং ওয়ার্ড মেম্বার রাসেল চৌধুরী, ডা: একে এম শফিউদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: বাবুল মিয়া প্রমুখ।
Leave a Reply