Monday, November 30th, 2015




শীতলক্ষ্যায় ৫০ কি:মি: ওয়াকওয়ে নির্মাণ প্রকল্প চুড়ান্ত

 

স্পেশাল করেসপান্ডেন্ট,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক বলেছেন, বর্তমানে নদী দখলকারী দূষণকারীরা কোন ধরনের আশ্রয় প্রশ্রয় পাচ্ছেনা। নদীকে নদীর জায়গায় ফিরিয়ে আনতে আমরা কাজ করে যাচ্ছি। আগে শুধু উচ্ছেদ করা হলেও এখন নদীর তীর রক্ষায় ওয়াকওয়ে, বনায়ন, বেঞ্চ ও ইকোপার্ক নির্মাণ করা হচ্ছে। কাঁচপুর, ডেমরা, রূপগঞ্জের বিস্তীর্ন এলাকায় বনায়ন করা হয়েছে। শীতলক্ষ্যা নদীতে ইতিমধ্যে ২০ কিলোমিটার এলাকায় ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। আরো ৫০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ প্রকল্প চুড়ান্ত পর্যায়ে রয়েছে। শীতলক্ষ্যা নদীর নব্বই শতাংশ দখলমুক্ত হলেও আরো ১০ শতাংশ এখনো দখলমুক্ত হয়নি। তবে আমরা শান্তিপূর্ণ উপায়ে ওইসকল দখলদারদের উচ্ছেদ করবো। ইতিমধ্যে আমরা বন্দরের ময়মনসিংহ পট্টি এলাকার বাসিন্দাদের দখল ছেড়ে দিতে এক মাসের সময় দিয়েছি। এছাড়া বুড়িগঙ্গা নদীর সদরঘাট থেকে শ্মশ্মান ঘাট পর্যন্ত আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। মুন্সিগঞ্জের ধলেশ^রী নদীর মাঝখানে একটি ফার্ণিচারের কারখানা ছিল সেটাকে উচ্ছেদ করেছি। কেরানীগঞ্জের পানগাও আইসিটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে একটি ইটভাটা নদীর মাঝখানে ছিল সেটাকেও উচ্ছেদ করেছি। এজন্য মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। সোমবার সকালে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয় ও এর সংলগ্ন ৫ নং খেয়াঘাট থেকে টানবাজার পর্যন্ত নদীর উভয়তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসকল কথা জানান মোজাম্মেল হক।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক একে এম আরিফ উদ্দিন, উপপরিচালক গোলাম মোস্তফা, সহকারী পরিচালক রেজাউল করিম রেজা প্রমুখ।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এম মোজাম্মেল হক বলেন, আপনার যেভাবে সাহসিকতার সঙ্গে উচ্ছেদ অভিযান চালিয়েছেন এজন্য আপনাদের ধন্যবাদ। নৌমন্ত্রীও আপনাদের কাজে সন্তোষ্টি প্রকাশ করেছেন। সবাইকে একযোগে এক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আমাদের কোন ব্যাক্তিস্বার্থ নাই সবাই মিলে আমাদের নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে।
উল্লেখ্য, বন্দরের গঙ্গাকুল মৌজায় অবস্থিত ময়মনসিংহ পট্টির কয়েক শতাধিক অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে ১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পরে মানবিক দিক বিবেচনায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান আরো ১ মাসের সময় চেয়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের কাছে ডিও লেটার দেন। কারণ ওই ময়মনসিংহ পট্টিতে থাকা কয়েক শতাধিক পরিবারের সন্তানেরা বার্ষিক ও পিএসসি পরীক্ষা দিচ্ছে। সংসদ সদস্যের ডিও লেটারের পর আরো ১ মাস সময় দেয় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category