বিশেষ প্রতিবেদক,নারায়নগঞ্জ প্রতদিন ডট কম : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আজ সোমবার রাতে কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইনস থেকে এ সোনাগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোনা পরিমাণ নির্ণয় করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, ১৫ থেকে ২০ কেজি হতে পারে। তবে এ ঘটনায় আটক করা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
Leave a Reply