Thursday, December 3rd, 2015




শাফিন আহাম্মেদ মাতিয়ে গেলেন নারায়ণগঞ্জবাসীকে

003

ডেস্ক রিপোর্ট,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা। যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয়না।” এমন গানের স্রোতে বাংলাদেশর বিখ্যাত ব্যান্ড ‘মাইলসের’ প্রতিষ্ঠাতা শাফিন আহাম্মেদ মাতিয়ে গেলেন নারায়ণগঞ্জবাসীকে।

বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ চাষাড়া সরকারি তোলারাম কলেজ সংলগ্ন রূপায়ন টাউনের আধুনিক আবাসিক ও কমার্সিয়াল ভবন ‘এস বেইলী টাওয়ারে’ প্রপার্টি ফেয়ারের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রূপায়ন টাউনের নির্বাহী পরিচালক এবং মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা শাফিন আহাম্মেদ লাল ফিতা কেটে এর উদ্বোধন করেন। প্রপার্টি ফেয়ারে রূপায়ন টাউনের প্লট বুকিংয়ে নারায়ণগঞ্জবাসীর জন্য মেলার আয়োজন করা হয়েছে। সেইসাথে রয়েছে মেহেদি উৎসব। অনুষ্ঠানে শফিন আহাম্মেদ তার বক্তব্যে বলেন, এখানে রূপায়ন টাউন গড়ে ওঠার পেছনে নারায়ণগঞ্জবাসীর অবদান অনেক। ফলে নারায়ণগঞ্জকে আমি আমার খুব কাছের এবং নিজের বলে মনে করি। আশা করছি প্রপার্টি ফেয়ারের মাধ্যমে প্লট বুকিংয়ের জন্য অনেক সাড়া পাওয়া যাবে। সেইসাথে আশা করছি আপনাদের সহযোগীতার মাধ্যমে রূপায়ন টাউন ছড়িয়ে পড়বে সারা নারায়ণগঞ্জে। একটি সুন্দর ও নতুন রূপের এ আবাসিক ও বাণিজ্যিক স্থানেই হবে নারায়ণগঞ্জবাসীর সুখের বাসস্থান। প্লট বুকিংয়ের জন্য নারায়ণগঞ্জবাসীর সুবিধার্থে এস বেইলী টাওয়ারে ৪র্থ তলায় জেলা ব্রাঞ্চ অফিস রয়েছে। এখান থেকে জেলার সকল ভবনের তথ্য ও প্লট বুকিংয়ের বিবরণী পাবেন। রূপায়ন টাউনের জেলা ব্রাঞ্চ ইনচার্জ মো: তানভীর আহাম্মেদ বাবুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ন টাউনের উন্নয়ন পরিচালক আবুল হাশেম, এস বেইলী টাওয়ারে ল্যান্ড ডোনার মো: আলী জান। ল্যান্ড ডোনার মো: আলী জান বলেন, রূপায়ন টাউনের এ ভবনটি অতি মজবুত ও দক্ষ্য কর্মী দ্বারা নির্মিত হয়েছে। ফলে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় রূপায়নের প্রতি নারায়ণগঞ্জবাসী আস্থা রাখতে পারে। অনুষ্ঠান শেষে রূপায়ন টাউনের জেলা ব্রাঞ্চ ইনচার্জ মো: তানভীর আহাম্মেদ বাবু লাইভ নারায়ণগঞ্জকে জানান, মূলত এ অনুষ্ঠানটি নারায়ণগঞ্জবাসীর কাছে প্রচারণার জন্য করা হয়েছে। আর এখানে আয়োজিত মেলাটি আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। মেলা থেকেই সকলে রূপায়ন টাউনের জন্য বিভিন্ন তথ্য ও সহযোগীতা পাবেন। মেলাটি সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে। কিন্তু মেহেদি উৎসবটি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তিনি আরো বলেন, জেলার রূপায়ন টাউনের সকল ভবনে প্লট বুকিংয়ে নিশ্চিত আকর্ষণীয় গিফ্ট, এককালীন মূল্য পরিষোধে বিশেষ ছাড় এবং নিশ্চিত ব্যাংক লোনের সুবিধাও রয়েছে। নারায়ণগঞ্জে রূপায়ন ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ায় সকলের সুবিধার্থে জেলা ব্রাঞ্চের ব্যবস্থাও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category