Tuesday, September 23rd, 2025




র‌্যাব-১১’র অভিযানে অর্ধকোটি টাকার মালামাল উদ্ধার সহ ৯ ডাকাত গ্রেফতার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রায় অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম ডাকাতির  ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
র‍্যাব-১১’র অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, গত ২১ সেপ্টেম্বর রাতে ফতুল্লার নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের পোশাক পরে প্রবেশ করে ডাকাত দল। তারা সিকিউরিটি গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। এরপর রাতভর তারা কন্ডাক্টর ক্যাবল, ট্রান্সফরমার ক্যাবল ও বৈদ্যুতিক তামার তারসহ প্রায় ৪৪ লাখ টাকার মালামাল লুট করে ট্রাকে করে পালিয়ে যায়।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ এর আভিযানিক দল ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে গ্রেফতার করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, খেলনা পিস্তল, ধারালো অস্ত্র, মোবাইল ফোন এবং লুণ্ঠিত বিপুল পরিমাণ বৈদ্যুতিক মালামাল উদ্ধার করা হয়।
র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে লিটনের নামে রয়েছে ৯টি মামলা। অন্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, এই চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category