Sunday, November 29th, 2015




রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

greftar

রূপগঞ্জ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জেস জেলার রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের মৃত নাছের বক্সের ছেলে হাসান মিয়া (৩৮) ও রূপগঞ্জ সদর এলাকার আমজাত হোসেনের ছেলে রাহিমা বেগম (৩৫)।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন জানান, হাসান মিয়া ও রাহিমা বেগম নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। সকালে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদব ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এএসআই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category