Wednesday, December 2nd, 2015




সোনারগাঁ পৌরসাভায় ফজলে রাব্বী মনোনয়ন দেওয়াতে সাদিপুর ইউনিয়ন যুবলীগের সন্তোশ

Dalower 1
সোনারগাঁ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ সোনারগাঁ পৌরসাভা আওয়ামীলীগের মেয়র প্রার্থী এড. ফজলে রাব্বী মনোনয়ন দেওয়াতে সাদিপুর ইউনিয়ন যুবলীগ পক্ষে মো. দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলন করেছেন।  বুধবার বিকেলে সাদিপুর যুবলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সোনারগাঁ উপজেলা যুবলীগের আহবায়ক সদস্য মো. দেলোয়ার হোসেন বক্তব্যে বলেন, সোনারগাঁ পৌরসাভা আওয়ামীলীগের মেয়র প্রার্থী এড. ফজলে রাব্বী মনোনয়ন দেওয়াতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনকে সাদিপুর ইউনিয়ন যুবলীগ পক্ষে থেকে প্রাণঢালা অভিনন্দন । আজকে আমাদের নেতা সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার কঠোর প্ররিশ্রমে সোনারগাঁয়ে যোগ্য ব্যাক্তিকে মনোনয়ন দিয়েছেন।আমরা আব্দুল্লাহ আল কায়সারকে সাদিপুর ইউ,পি যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা যানাই ।এড. ফজলে রাব্বী সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। গরীব-দুঃখী ও অসহায় মানুষের সাহায্য সেবায় তার দানের হাত প্রসারিত দীর্ঘদিন থেকে। অনেক কন্যাদায়গ্রস্ত পিতা-মাতাকে সাহায্য-সহযোগিতা করেছেন। রোজা,ঈদে,পুঁজায় ধর্মীয় সম্প্রীতির প্রতিফলন ঘটে তার আর্থিক সহযোগীতায় দরিদ্র মানুষের মুখে হাঁসি ফুটে। মানব সেবাই বড় ধর্ম এই কথাটি তার মুখে প্রায় বলতে শুনা যায়। মানুষের সেবা করতে হলে মানুষের কাছে যেতে হবে । তিনি দাঁপিয়ে বেড়াচ্ছেন পৌরসভায় প্রতিটি গ্রামের মানুয়ের ধারে ধারে । চিহিৃত করেছেন পৌরসভায় বিভিন্ন সমস্যা, সমাধানের প্রতিশ্র“তি দিয়ে নিজেকে উপস্থাপন করছেন স্থানীয় জনতার কাছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন যুবলীগের নেতা মো. চায়েল মোল্ল্যা,,সোহেল আহমেদ,রূপন পাল, ইউছুফ মাষ্টার, ওয়াসিম, জয়নাল আবেদীন, আব্দুল কাদের,আমির হোসেন, পারভেজ মোল্লা সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কম :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category