Monday, December 7th, 2015




মাত্র ৯ মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি॥এটা বিরল দৃষ্টান্ত

046

শহর প্রতিবেদক,নারায়নগঞ্জ প্রতদিন ডট কম : নারায়ণগঞ্জ জেলা পরিষদের আয়োজনে কম্পিউটার প্রশিক্ষনার্থীদের বিদায় ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেন।
এ বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি) শাহীন আরা বেগম।
প্রধান অতিথি বলেন, মাত্র নয় মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি পৃথিবীর মধ্যে এটা বিরল দৃষ্টান্ত। এখন দিন দিন দেশ উন্নত এবং ডিজিটাল হচ্ছে। কিছুদিন আগেও অফিসিয়াল কাজের জন্য কোন চিঠি বা কাগজ আদান প্রদান করতে অনেক সময় লাগত। আর এমন সময় এসেছে যে, মুহুর্তের মধ্যেই বিশ্বের যে কোন স্থানে তথ্য আদান প্রদান করা যাচ্ছে। তারপর পর্যায়ক্রমে টাইপমেশিন, কম্পিউটার, লেপটপ, নোটবুক, মুঠোফোন আমাদের আজ অনেক আধুনিক করে দিয়েছে।
তিনি বলেন, আমদের জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে। এখানে কম্পিউটার থেকে শুরু করে সকল শ্রেনীর মানুষকে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা এই পর্যন্ত ১২টি ব্যাচে ১২০ জন শিক্ষার্থীকে কম্পিউটারের আউটসোর্সিংয়ের উপর প্রশিক্ষণ দিয়েছি। আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রটি খুব ছোট সেখানে ১০টি কম্পিউটার রয়েছে। আমরা কিছুদিনের মধ্যে একটি ভবনে ১’শ জনের প্রশিক্ষনের ব্যবস্থা করবো। তার পাশাপাশি আমরা কিছুদিন আগে দুঃস্থ কিছু মহিলাদের সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেই। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি) নারায়ণগঞ্জ শাহীন আরা বেগম বলেন। শুধু শিক্ষিত হলেই হয় না পাশাপাশি অভিজ্ঞ হতে হয়। এখন চাকরী পেতে হলেও কম্পিউটার কাজ জানতে হয়। এক সময় একটা অফিসে কাজের জন্য অনেক কাগজপত্র রাখতে হতো আর এখন একটা কম্পিউটারই যথেষ্ট। যারা কম্পিউটার জানে তাদের সকলের উচিত আউটসোর্সিং সম্পর্কে জানা।এখনো আমাদের বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার আছে। প্রতিনিয়ত চাকরীর জন্য ঘুরছে কিন্তু হচ্ছে না। যদি আউটসোর্সিং জানে তাহলে ঘরে বসেই মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category