Thursday, November 26th, 2015




বেইলী স্কুলের কর্তৃপক্ষ এই জনভোগান্তি’র জন্য দায়ী

02
নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত বেইলী স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যক্তিগত গাড়ি রেখে জনগনের চলাচলের রাস্তা বন্ধ তথা জনভোগান্তি সৃষ্টি করার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে এ ভোগান্তির ঘটনা ঘটে।
শহরের প্রান কেন্দ্র চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিণারের পেছনে তথা পশ্চিম পার্শ্বে সান্তনা মাকেট সংলগ্ন নারায়ণগঞ্জের অন্যতম শিক্ষানুরাগী ও জনহিতৈষী ব্যক্তি সর্বপরিচিত বিশিষ্ট ব্যবসায়ী কাশেম জামালের নিজস্ব মার্কেটে অবস্থিত তাঁর ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান এই বেইলী স্কুল।
সরেজমিন প্রত্যক্ষকালে দেখা গেছে, বেইলী স্কুলের সামনের রাস্তাটি পুরোটিই দখল করে রেখেছে স্কুলের শিক্ষার্থীদের বহনকারী ব্যক্তিগত গাড়িতে। রাস্তা বন্ধ থাকায় ব্যস্ত এই সড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে করে পথচারীরা পড়ে চরম ভোগান্তিতে। স্থানীয় ব্যবসায়ী ও ভূক্তভোগী জনসাধারণ জানান, এটা কোন নতুন দৃশ্য নয়, হরহামেশাই ঘটছে এমন ভোগান্তির ঘটনা।
স্থানীয় সূত্র আরও জানায়, এই স্কুলে সাধারণত শহরের ধনী ও প্রভাবশালীদের সন্তানেরা লেখাপড়া করে। তাদের বেশীর ভাগই স্কুলে আসা যাওয়া করে বিলাস বহুল গাড়িতে চড়ে। স্কুলের নিজস্ব কোন কার পাকিং না থাকায় এইসব গাড়িগুলো রাখা হয় রাস্তার উপরে। ফলে প্রতিনিয়তই তীব্র যানজটের সৃষ্টি হয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ব্যবস্থাই নিচ্ছে না। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পথচারিরা।
এ ব্যাপারে কাসেম জামালের সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল (০১৭১১৫২৬০২২) ফোনে বারবার চেষ্টা করে কেবলই বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category