Wednesday, November 18th, 2015




নীলাদ্রী হত্যা মামলা অসামী নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

 

055
নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : ঢাকা মহানগর গোয়ন্দো পুলশি’র একটি টমি মঙ্গলবার নারায়নগঞ্জরে সোনারগাঁও এলাকায় অভযিান পরচিালনা করে ব্লগার নীলাদ্রী হত্যাকান্ডরে হুমকদিাতা মুফতি মাওলানা আব্দুল গাফ্ফারকে গ্রফেতার কর।
উল্লখ্যে, নীলাদ্রী হত্যাকান্ডরে প্রায় আড়াইমাস র্পূবে নীলাদ্রীকে চাপাতি দয়িে হত্যার হুমকি প্রদান করে গাফ্ফার।
গত ১৫ই মে ২০১৫খ্রঃ নীলাদ্রী তার ফসেবুক একাউন্ট হতে একটি স্ট্যাটাস পোস্ট করনে। সে স্ট্যাটাসে মুফতি মাওলানা আব্দুল গাফ্ফার “ইসলামরে সনৈকি সত্যরে লড়াকু” নামক ফসেবুক আইডি হতে হুমকি দয়িে কমন্টে কর- “আইতাছ, তোরে কোপামু চাপাতি দয়িা ।
গ্রফেতারকৃত আবদুল গাফ্ফার চট্টগ্রামরে আল জাময়োতুল ইসলাময়িা পটয়িা মাদ্রাসায় অধ্যায়নকালীন তার বন্ধুদরে মাধ্যমে জহিাদী র্কাযক্রমে উদ্বুদ্ধ হয় এবং তাদরে মাধ্যমইে ফসেবুক চালনা শখি।
ব্লগার নীলাদ্রী হত্যাকান্ড: নারায়ণগঞ্জ থকেে গ্রফেতার ৩উক্ত আইডি ছাড়াও ইসলামরে সনৈকি সত্যরে পাইক, আব্দুল গাফফার প্রভৃতি নামে তার একাধকি ফসেবুক আইডি রয়ছে। প্রাথমকি জজ্ঞিাসাবাদে সে হুমকরি বষিয়ে সত্যতা স্বীকার করছে। হত্যাকান্ডরে ঘটনায় জড়তি থাকার কথা স্বীকার না করলওে তার সাথে হত্যাকারীদরে যোগসাজশ থাকতে পারে বধিায় তাকে রমিান্ডে নয়িে ব্যাপক জজ্ঞিাসাবাদ করলে মামলা সংক্রান্তে অনকে গুরুত্বর্পূণ তথ্য পাওয়া যাবে বলে পুলশি প্রশাসন মনে করছ।
এদকিে মহানগর গোয়ন্দো পুলশিরে আরও একটি টমি নীলাদ্রী হত্যাকান্ডরে পর “আনসার আল ইসলাম” নামে ফসেবুক আইডি থকেে হত্যার দায় স্বীকারকারী র্মতুজা ফয়সাল সাব্বরি ও তারকেকে গ্রফেতার করছে।
তারকেকে চট্টগ্রাম থকেে গ্রফেতাররে পর তার দয়ো তথ্যরে ভত্তিতিে ব্যাপক অভযিান চালয়িে গত মঙ্গলবার সকাল ১০টায় র্মতুজা ফয়সাল সাব্বরিকে নারায়নগঞ্জরে কাঁচপুর এলাকা হতে গ্রফেতার করা হয়।
গ্রফেতাররে পর প্রাথমকি জজ্ঞিাসাবাদে জানা যায়, র্মতুজা ফয়সাল সাব্বরি সীতাকুন্ডরে স্থানীয় ছাত্রশবিরিরে বভিন্নি ফসেবুক আইডি ও পইেজরে এডমনিষ্ট্যিাটর হসিবেে কাজ কর।ে সে ভাটয়িারী ওর্য়াড ছাত্রশবিরিরে সক্রেটোরী। তার সাথে বভিন্নি জহিাদী ওয়বেসাইটরে এডমনিস্ট্রিটেরদরে সাথে যোগাযোগ আছ। নীলাদ্রী হত্যাকান্ডরে পর সে আনসার আল ইসলাম নামে একটি পইেজ সৃষ্টি করে তাতে হত্যার দায় স্বীকার করে স্ট্যাটাস দয়ে। তারকে তাতে প্রথম লাইক দয়ে এবং ধন্যবাদ জানয়িে মন্তব্য ও শয়োর কর। তাকে সীতাকুন্ড থানার ছাত্রশবিরিরে প্রাক্তন সক্রেটোরী। তার বরিুদ্ধে নাশকতার অভযিোগে সীতাকুন্ড থানাসহ চট্টগ্রামরে বভিন্নি থানায় ২০ (বশি) টরি অধকি মামলা রয়ছে।
গোয়ন্দো ও অপরাধতথ্য বভিাগরে উপ-পুলশি কমশিনার মোঃ মাহবুব আলম পপিএিম এর নর্দিশেনায়, এডসিি খোন্দকার নূরুন্নবী এর র্সাবকি তত্ত্বাবধানে সনিয়ির সহকারী পুলশি কমশিনার মোঃ ইকবাল হোছাইন পপিএিম এর নতেৃত্বে অভযিানটি পরচিালতি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category