Monday, September 22nd, 2025




নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:)  মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার উৎসবমূখর পরিবেশে ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। এটা ধর্মীয় অনুষ্ঠান এটার পবিত্রতাও রক্ষা করতে হবে। সব ধর্মের লোকজন মিলে উৎসব করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে।
সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:)  মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category