Sunday, September 14th, 2025




নারায়ণগঞ্জ শহরে জলাবদ্ধতা থাকবে না : নবনিযুক্ত নাসিক প্রশাসক 

নারায়ণগঞ্জ প্রতিদিন  : 

আগামী বর্ষায় নারায়ণগঞ্জ শহরে জলাবদ্ধতা থাকবে না বলে আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক  আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নগরীর বঙ্গবন্ধু সড়কে চলমান গভীর নালার সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
নাসিক প্রশাসক বলন, “প্রধান প্রধান সড়কে ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসনসহ জনসেবার বিষয়ে সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করবে।
এসময় তিনি শায়েস্তা খান সড়ক ও নালার কাজও পরিদর্শন করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সচিব নূর কুতুবুল আলম সহ উর্ধ্বতন কর্মকতারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category