Saturday, November 28th, 2015




নারায়ণগঞ্জ র‌্যাব-১১ কর্তৃক ৩ অপহরনকারী গ্রেফতার

IMG_1116
নিজস্ব প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ র‌্যাব-১১ কর্তৃক ইমরান হোসেনকে অপহরনের দায়ে শহরের জামতলা এলাকায় চিরুনী অভিযানে ৩ অপহরনকারীকে গ্রেফতার করা হয়েছে । এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
র‌্যাব-১১’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,ফেইজবুকে পরিচয় সূত্রে বাদী ইমরান হোসেনকে ফেইজবুক বন্ধু কাজী ফয়সাল জিকু এর নারায়ণগঞ্জের বাসায় বেড়াতে আসতে বললে পরবর্তীতে ২৬/১১/২০১৫ তারিখ আনুমানিক ১৮.০৫ ঘটিকার সময় বাদী মোঃ ইমরান হোসেন নারায়ণগঞ্জের পঞ্জবটি মোড়ে নামলে তার অপর দুই সহযোগী (২) মোঃ ইব্রাহিম (৩) মিম আলম দিগন্ত (২২) সু কৌশলে অপহরণ করে তাকে নারয়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নিউ জাষাড়া জামতলা, বাড়ী নং-১৫২, হাজী ভিলা, হোল্ডিং নং-৪৭/২১ এর দ্বিতীয় তলায় একটি রুমে আটক করে বাদীকে উলঙ্গ করে মোবাইল ফোনে ছবি উঠিয়ে হাত মুখ বেঁধে জিম্মি করে এবং বেধম মারপিট করে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ও বিকাশের মাধ্যেমে সর্বমোট ২২,৩৯৫/- (বাইশ হাজার তিনশত পঁচানব্বই) টাকা হাতিয়ে নেয় এবং আরও ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা দাবি করে। টাকা দিতে না পারলে অন্যথায় বাদীকে মেরে ফেলবে মর্মে হুমকি দেয়। পরবর্তীতে বাদীর পক্ষে টাকা দেওয়া সম্ভব না বলে জানালে আসামীরা ক্ষিপ্ত হয়ে আরও বেধর মারপিট করে ২৭/১১/২০১৫ তারিখ সকাল অনুমান ০৬০০ ঘটিকার সময় অপহরণকারীরা বাদীকে ছেড়ে দিয়ে বলে এই বিষয় নিয়ে কোনরুপ ঝামেলা না করতে। বাদীর এহেন অভিযোগের প্রেক্ষিতে অএ কোম্পানীর আভিযানিক দল এএসপি শাহ্ শিবলী সাদিক এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৭/১১/২০১৫ তারিখ আনুমনিক ১৮.৩০ ঘটিকার সময় বাদীকে সংগে নিয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নিউ চাষাড়া জামতলা হাজী ভিলা মোঃ দেলোয়ার হোসেনের বাসা বাড়ী নং-১৫২, হোল্ডিং নং-৪৭/২১ তে চিরুনী অভিযান পরিচালনা করে । চিরুনী অভিযান পরিচালনার এক পর্যায়ে ২৭/১১/২০১৫ তারিখ ২০.৩০ ঘটিকার সময় অপহরণকারী (১) কাজী ফয়সাল জিকু (৩০), পিতা-মৃত কাজী এজাজ, সাং-পাইকপাড়া, থানা ও জেলা-নারায়ণগঞ্জ এ/পি নিউ চাষাড়া, জামতলা, হাজী দেলোয়ার হোসেন এর বাসার ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, (২) মোঃ ইব্রাহিম (১৮), পিতা-মৃত আবুল হোসেন, সাং-ডিগ্রিরচর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, (৩) মিম আলম দিগন্ত (২২), পিতা-মোঃ খসরু, সাং-মধ্যে ইজদাইর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জদেরকে গ্রেফতার করে এবং তাদের নিকট মুক্তপন বাবদ দেওয়া ২২,৩৯৫/- (বাইশ হাজার তিনশত পঁচানব্বই) টাকার মধ্যে ৩,০০০/- (তিন হাজার) টাকা উদ্ধার করা হয়। বাকী টাকা উদ্ধারের প্রক্রিয়া চলছে। আসামী কাজী ফয়সাল জিকুর নেতৃত্ত্বে একটি সংঘবদ্ধ চক্র নিরহ মানুষদেরকে প্রতারণার মাধ্যেমে অপহরণ করে সম্মান হানি পূর্বক মুক্তিপণ আদায় করে আসছে। আসামীগণ এই কাজে সুন্দরী মেয়েদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে থাকে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ কিভাবে মানুষকে ফাঁদে ফেলে মুক্তিপন আদায় করে তার বিস্তারিত কৌশল এলাকাবাসীর সামনে প্রাথমিকভাবে স্বীকার করে। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে বাদী মোঃ ইমরান হোসেন (২৩) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category