নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন নারায়ণগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে প্রায় ২৩ একর জমি প্রায় ৭০ বছর ধরে বেদখলকৃত জমি উদ্ধার করে আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ১৯৪৭ সালে ভারত ভাগের পর হিন্দু সম্প্রদায়ের মালিকানাধীন এ সম্পত্তি রেখে ভারতে চলে যান প্রকৃত মালিকরা। এরপর থেকেই অব্যবস্থাপনার সুযোগে এ জমিতে চাষাবাদ শুরু করে ভোগদখলে রেখেছিল স্থানীয় শতাধিক পরিবার। বিগত আওয়ামী লীগের সাবেক স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর লোকজন ২০২০ সালে কৃষকদের কাছ থেকে জমি দখলে নিয়ে অবৈধ বালুর ব্যবসাও শুরু করে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে রাজনৈতিক পটপরিবর্তনে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও এ জমি দখলে নিয়ে যায়। এর ফলে এলাকায় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
এমন খবর পাওয়ার পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ওই জমি উদ্ধারে আড়াইহাজার উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দেন, যেন এক ইঞ্চি জমিও আর বেদখল না হয়। জমিটি মালিকবিহীন হিসেবে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দেন তিনি। অবশেষে জেলা প্রশাসকের উদ্যোগে ৭০ বছরের বেদখলে থাকা সেই জমির উদ্ধার প্রক্রিয়ার অবসান ঘটেছে।
৬০ কোটি টাকা মূল্যের সেই জমি এখন সরকারের মালিকানায় ফিরিয়ে আনা হয়েছে। উদ্ধারকৃত ২৩ একর জমি এখন সরকারের ১ নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে। বেদখলে থাকা সেই সম্পত্তিতে সরকারি ব্যবস্থাপনায় ইকোপার্ক তৈরির ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসকের এমন কঠোর পদক্ষেপ ও মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকার স্থানীয় সাধারণ জনগণ।
Leave a Reply