Monday, November 30th, 2015




নারায়ণগঞ্জে র‌্যাব-১১’র ভ্রম্যমান আদালত কর্তৃক প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে জরিমানা

Jorimana

শহর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন নিতাইগঞ্জ রাইস এজেন্সিগুলোতে রোববার দুপুরে র‌্যাব-১১’র মোবাইল কোর্ট পরিচালনা করে প্লাস্টিকের বস্তা ব্যাবহারকারীদের জরিমানা করেন ।
র‌্যাব-১১’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,৩০ নভেম্বর রোববার দুপুরে অত্র কোম্পানীর একটি আভিযানিক দল ভ্রাম্যমান আদালতকে সাথে নিয়ে এএসপি শাহ মোঃ মশিউর রহমান, পিপিএম এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কাজী ফয়সাল, নারায়ণগঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন নিতাইগঞ্জ রাইস এজেন্সি কোম্পানী গুলোতে ধান, চাল, গম ও ভুট্টাসহ ০৬ টি পন্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক ও নিশ্চিত করার লক্ষ্যে রাইস মিলস্ এজেন্সি কোম্পানী গুলোতে মোবাইল কোট পরিচালনা করেন। মোবাইল কোট পরিচালনার এক পর্যায়ে রাইস এজেন্সি কোম্পানী গুলোতে প্লাস্টিক জাতীয় বস্তা ব্যবহার করার দায়ে রাবেয়া রাইস এজন্সির মালিক মোঃ নাসির উদ্দিনকে ৪,০০০/- (চার হাজার) টাকা, দিনা রাইস এজেন্সি এর মালিক মোঃ জিল্লুরকে ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা, মক্কা রাইস এজেন্সির মালিক মোঃ মোমেনকে ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা, তানহা রাইস এজন্সির মালিক মোঃ হামিদুল হককে ৩০০০/- (তিন হাজার) টাকা, মাতাব্বর এবং জোনাকী রাইস মিলের মালিক আলতাফকে ৩০০০/- (তিন হাজার) টাকা, রহমানিয়া রাইস এজেন্সির মালিক হাজী মোঃ আলী আক্কাসকে ১০০০/- (এক হাজার) টাকা, ন্যাশনাল রাইস এজেন্সি মালিক মোঃ আয়াত আলীকে ২০০০/- (দুই হাজার) টাকা, আজিজ রাইস এজেন্সির মালিক মোঃ আমান উল্লাহকে ১০০০/- (এক হাজর) টাকা সর্বমোট ১৭,০০০/- (সতের হাজার) টাকা জরিমানা করেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে পন্য পাট জাত মোড়ক বাধ্যতা মূলক আইন এর ২০০৯ সালের ১৪ ধারায় দোষী সাব্যস্ত করে উক্ত জড়িমানা আদায় করেন। জাতীয় স্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
উল্লেখ্য,সম্প্রতিক র‌্যাব-১১’র অভিযানে এই জেলার অপরাধীরা এখন চরম আতঙ্কে রয়েছে । তবে র‌্যাবে’র এই অভিযানগুলো অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন সচেতন মহল ও জেলার সর্বস্তরের সাধারন মানুষেরা ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category