Saturday, August 9th, 2025




দুমকীতে ইয়াবাসহ কক্সবাজারের যুবক গ্রেফতার

দুমকী পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে পুলিশের অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ জিয়া এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে পায়রা সেতুর টোলপ্লাজায় চেকপোস্টে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দুমকি থানার এসআই নুরুজ্জামান ও এএসআই দুলাল সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশির সময় সন্দেহভাজনকে আটক করেন। পরে তার কাছ থেকে ৬৫০ পিস ইয়াবা উদ্ধার হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. জিয়াউর রহমান জিয়া (২৪)। তিনি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সুগন্ধা লাইট হাউস এলাকার বাসিন্দা। তার বাবার নাম খুকু হাওলাদার ওরফে মনির। বর্তমানে তিনি পটুয়াখালী সদর উপজেলার পিয়ারপুর মৌকরন এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং–৩, তারিখ ৯ আগস্ট ২০২৫) দায়ের হয়েছে। পুলিশের দাবি, মাদকচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category