Friday, September 19th, 2025




দুমকি উপজেলায় আ‘লীগ নেতা কবির আটক

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ডেভিল হান্টের অভিযানে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো: হুমায়ুন কবির মৃধাকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট কোর্টে তাকে সোপর্দ্দ করা হয়।থানা পুলিশ সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার রাজাখালী বাসস্ট্যান্ড বাজার সংলগ্ন নিজ বাসার সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আটককৃত হুমায়ুন কবির মৃধা শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালামের ছোট ভাই, সে মুরাদিয়ার আ,গনি দাখিল মাদ্রাসা শিক্ষক, এবং দুমকি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁকে (হুমায়ুন কবির মৃধা) পার্শ্ববর্তি বাউফল থানার একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন এ তথ্য নিশ্চিৎ করে বলেন, অভিযান চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category