Friday, November 27th, 2015




ঝাকজমক অনুষ্ঠানের মাধ্যমে চাইল্ড কেয়ার স্কুলের যাত্রা শুরু

03
শহর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ “সুশিক্ষায় সমৃদ্ধি” এই আদর্শকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু হলো চাইল্ড কেয়ার স্কুলের। ২৭ নভেম্বর শুক্রবার বিকেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক যুগোপযোগী বাংলা মাধ্যমের এই স্কুলটির শুভ উদ্বোধন করেন কমার্স কলেজের অধ্যক্ষ ডঃ শিরিন বেগম। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ গাজী মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে এবং স্কুলের অধ্যক্ষ নুসরাত জাহান কান্তার চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী মশিউর রহমান, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আপ্যায়ণ বিষয়ক সম্পাদক আনোয়ার প্রধান, এনায়েতনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ কামরুল ইসলাম, আদর্শ স্কুল নারায়ণগঞ্জের অধ্যক্ষ আজিজুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর শিরিন বেগম বলেন, এই স্কুলের পরিবেশটা খুবই সুন্দর। এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই স্কুলের প্রতিষ্ঠাতা গাজী মোহাম্মদ সালাহ্উদ্দিন একজন ডাক্তার, আমি এটা জেনে খুবই আনন্দিত হয়েছি। কারণ ডাক্তাররা সাধারনত পয়সা কামানোর জন্য ক্লিনিক প্রতিষ্ঠা করে। কখনও স্কুল গড়ে তুলে না। আগামী প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে এই মহতী উদ্যোগকে আমি প্রশংসা করি।
তিনি আরো বলেন, শিশুরা হচ্ছে পানির মতো। পানি যে পাত্রে রাখবেন সে পাত্রের আকার ধারণ করবে। তাই অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনারা নিজেরাই ঠিক করবেন আপনার সন্তানকে কোন পাত্রে রাখবেন। সন্তানরা মা বাবার কাছে আল্লাহ প্রদত্ত নেয়ামত। এই নেয়ামতের সুষ্ঠ রক্ষণাবেক্ষন করার প্রথম দায়িত্ব মা বাবার, দ্বিতীয় দায়িত্ব শিক্ষকদের। সবাই যদি আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করে তবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দেশ গঠনের অগ্রনায়ক হিসেবে গড়ে তুলতে পারবো।
আলোচনা পর্ব শেষে কোমলমতি শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, চাইল্ড কেয়ার স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে আদর্শ স্কুল নারায়ণগঞ্জের ৯৪ ব্যাচের ছাত্রদের উদ্যোগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category