অনলাইন ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম :পাবনা সদরে জামাইয়রে ছুরকিাঘাতে শ্বশুর মোজাফফর হোসনে (৬০) খুন হয়ছেনে। এ সময় আহত হয়ছেনে শাশুড়ী রজিয়িা খাতুন (৫০)।
পাবনা জনোরলে হাসপাতালে চকিৎিসাধীন অবস্থায় বৃহস্পতবিার সকাল ৬টার দকিে শ্বশুররে মৃত্যু হয়। আহত শাশুড়ি সখোনইে র্ভতি রয়ছেনে। এ ঘটনার পর জামাই ইকবাল হোসনে পালয়িছেনে।
নহিত মোজাফফর জলোর সাঁথয়িা উপজলোর বাউশগাড়ি গ্রামরে বাসন্দিা। তনিি পাবনার শালগাড়য়িায় বাড়ি করে র্দীঘদনি সপরবিারে বসবাস করে আসছলিনে।
পারবিারকি সূত্রে জানা গছে, রাত ২টার দকিে ঢাকা থকেে পাবনা শহররে শালগাড়য়িা সরদাপাড়ায় শ্বশুর বাড়তিে আসনে জামাই ইকবাল হোসনে। এ সময় পারবিারকি দ্বন্দ্বরে জরে ধরে শ্বশুররে সঙ্গে মোজাফফররে কথা কাটাকাটি হয়। এর এক র্পযায়ে শ্বশুররে বুকে ছুরকিাঘাত করনে ইকবাল। এ সময় শাশুড়ি রজিয়িা খাতুন এগয়িে গলেে তাকওে ছুরকিাঘাত করে পালয়িে যান তনি।ি
পরে পরবিাররে লোকজন তাদরে উদ্ধার করে পাবনা জনোরলে হাসপাতালে র্ভতি করনে। সখোনে চকিৎিসাধীন অবস্থায় বৃহস্পতবিার সকাল ৬টার দকিে মারা যান মোজাফফর হোসনে। আহত শাশুড়ি সখোনইে র্ভতি রয়ছেনে।
সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওস তদন্ত) আব্দুল কুদ্দুস, খবর পয়েে পুলশি ঘটনাস্থল পরর্দিশন করছে।ে সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য পাবনা জনোরলে হাসপাতাল র্মগে পাঠানো হয়ছে।
Leave a Reply