আড়াইহাজার প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের আড়াইহাজান উপজেলার কাকাইল মোড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় ৪ জনের আহত হবার খবর পাওয়া গেছে । আহতেরা হলেন মৃত আবেদ আলীর ছেলে হানিফ (৬০),শহীদুল্লাহর ছেলে শাহপরান (২০),আরাফাত আলীর ছেলে আশিক (২৩) এবং মকবুলের স্ত্রী আসমা (৩০)।
জানা গেছে, ২৮ নভেম্ভর শনিবার মধ্যে রাতে উপজেলার কাকাইলমোড়া এলাকায় হানিফের বাড়িতে হামলা ও লুটপাট করে দুর্বৃত্তরা । এসময় তাদের বসতবাড়ি থেকে ৫ টি গরু,২টি ছাগল,মূল্যাবন জিসিপত্র সহ ঘরের আসবাবপত্র নিয়ে যায় । এবিষয়ে আড়াইহাজার থানায় মামলার
Leave a Reply