Wednesday, September 17th, 2025




আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ

যুব নারীদের আত্মকর্মস্থানের লক্ষ্যে এক সপ্তাহের বিনামূল্যে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠণ মানব কল্যাণ পরিষদ। ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করেন সফল নারী উদ্যোক্তা ও জাতীয় নাগরিক পার্টির সদস্য লুবনা রহমান।
সফল ও শ্রেষ্ট সংগঠক মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক আহ্বায়ক ও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক কবি নিরব রায়হান। প্রশিক্ষক হিসেবে সাবলিল প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেকাপ আর্টিষ্ট উম্মে রোমান ডেইজী ও মেকাপ আর্টিষ্ট তানিয়া আক্তার। মানবিক ও সেবা মূলক কাজের অংশ হিসেবে যুব শক্তিকে গড়ে তোলার লক্ষ্যে বিউটিফিকেশন কোর্সে উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন মানব কল্যাণ পরিষদ একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে তরুণ সমাজসহ সকল মানুষের আস্থা ও বিশ^াস অর্জন করেছে। আজকের প্রশিক্ষিত শিক্ষার্থীরাই প্রশিক্ষণ গ্রহন করে একেক জন দক্ষ কারিগর হিসেবে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে এবং ২৪ জুলাই এর চেতনায় দেশ ও জাতী গঠনে সামাজিক কাজে সোচ্চার থাকবে। আর সামাজিক ও ভালো ভালো কাজ করতে গেলে কিছু বাধা বিপত্তি থাকবেই, তাই বলে থেমে থাকা যাবে না। আর সমাজে অপপ্রচার একটি সামাজিক ব্যাধি হিসেবে রুখে দিতে হবে। সততার সহিত আদর্শের সাথে মোকাবেলা করে সামনের দিকে মানবিক গুনাবলি নিয়ে এগিয়ে যেতে হবে।
বিনামূল্যের এই বিউটিফিকেশন কোর্সে আরো উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ইলমা মিতু, ইসমাইল হোসেন রাফি, প্রশিক্ষনার্থী রেশমি আক্তার উর্মি, মৌসুমী জাহান নুপুর, হাজেরা আক্তার, রেশমা, লিজা, সম্পা সরকার, সামিরা ইসলাম, সালমা ইসলাম, বিউটি আক্তার, উম্মে সুফিয়া হ্যাপি, মোসাঃ সুমাইয়া, হুমায়রা আক্তার, আলো আক্তার, জোবাইদা খাতুন, সোহানা আক্তার, জোনাকী, খালেদা ভানু রুনা, লামিয়া চৌধুরী সোহানা, আছমাউল হুসনা, আমিনা আক্তার ববি, জান্নাত আরা মুনমুন প্রমুখ। পরিশেষে বিগত সময়ের বিভিন্ন প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে। এছাড়াও ক্লাসের সকল শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ কলম উপহার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category