Thursday, November 19th, 2015




ভালো কাজ করতে গেলে মানুষের একটু গাল মন্দ খেতেই হবে : সেলিম ওসমান

news10 (1)
নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান বলেন, বিগত দিনগুলোতে বন্দরে যে উচ্ছেদ অভিযান পরিচালনা হয়েছে, তা বন্দরের উন্নয়নের জন্যই করা হচ্ছে। অনেকেই বিষয়টিকে উল্টো ভেবে এই উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছে। তবে ভালো কাজ করতে গেলে মানুষের একটু গাল মন্দ খেতেই হবে, এটা স্বাভাবিক। এগুলো মাথায় রেখেই আমাদের উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যেতে হবে।
আইএফআইসি ব্যাংকের বন্দর শাখা শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সকাল ১১টায় বন্দরে হাজী মোতালেব প্লাজায় উদ্বোধন করা হয় আইএফআইসি ব্যাংকের ১২৫তম শাখা।

এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন আল মামুন, মো: মাঈনউদ্দিন, বিকেএমইএ এর সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহের, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, ছাত্রলীগ নেতা বিন্দু, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি আরো বলেন, কিছুদিন পূর্বেও আমি হাসপাতালের বেডে শুয়ে ভাবতে পারিনি সুস্থ হয়ে আবার সকলের মাঝে ফিরে আসব। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমত আর মানুষের দোয়ায় আমি সুস্থ হয়ে ফিরে আসতে পেরেছি। বন্দরকে সুন্দর ভাবে গোছানোর জন্য পরিশ্রম করে যাচ্ছি। শীতলক্ষ্যা সেতু বাস্তবায়নে হয়তো একটু দেরী হবে। কিন্তু নদীর দুই পারে মনোরম পরিবেশ করার জন্য আমরা দ্রুত কাজ করে যাচ্ছি। এতোদিন বন্দর নদীর পারে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলে অনেকেই অসৎ ভাবে টাকা রোজগার করে আসছিল। ইতিমধ্যেই সেইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। নদীর দুই পাড়কে মনোরম পরিবেশে গড়ে তোলার জন্য এখানে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। সেক্ষেত্রে এখানে বসবাসরত কয়েকশ পরিবারের বাসস্থানের সমস্যা হতে পারে। তারা যদি সমস্যার কথা তুলে ধরেন, তাহলে আমি তাদের জমির ব্যবস্থা করে দেয়ার চেষ্টা করব।

সেলিম ওসমান আরো বলেন, বন্দরে যে কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, তার কোনটির মালিকই বন্দরের স্থানীয় কেউ নয়। বাইরে থেকে লোক এসে এখানে ইন্ড্রাসষ্ট্রি করলেও বন্দরের স্থানীয়রা ঢাকা গিয়ে কেউবা বিদেশ গিয়ে আয় উপার্জন করছে। তবে এই ব্যাংক ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করে সাবলম্বী হতে ঋন দিয়ে থাকে। আমি বন্দরবাসীকে আহ্বান জানাবো, আপনারা র্নিদ্বিধায় এখানে এসে একটি একাউন্ট খোলে ব্যবসা শুরু করে দিন। ব্যাংকের কাছে না গেলে কখনোই বড় ব্যবসায়ী হওয়া যায় না। ছোট পরিসর থেকেই সব কিছু বড় হয়। আপনারা ব্যাংকের সাথে লেনদেন ভালো করলে ব্যাংকও আপনাদের বেশি করে লোন দিতে আগ্রহী হবে। এর মাধ্যমে কেউ নিজেকে অসৎ কাজে জড়িয়ে নিবেন না। সবাই সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবে।
তিনি আরো বলেন, রাজনৈতিক স্বার্থে নারায়ণগঞ্জ থেকে আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠান হারিয়েছি। এখন শুধু আনার পালা। আমরা জননেত্রী শেখ হাসিনাকে দেখিয়ে দিতে চাই, বন্দরের মানুষ পরিশ্রম করতে পারে।
শাহ আলম সারোয়ার তার বক্তব্যে বলেন, আইএফআইসি ব্যাংকের মূল লক্ষ হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋন প্রদান করে সহযোগীতা করা। এছাড়াও আমাদের এসএমএস ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, হোম লোনসহ বিভিন্ন প্যাকেজ রয়েছে। আপনাদের সেবাই আমাদের প্রধান লক্ষ। আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের জীবনকে আরো সাফল্য মন্ডিত করুন।

ফরিদ উদ্দিন আল মামুন তার বক্তব্যে বলেন, ১৯৮৩ সাল থেকে আইএফআইসি ব্যাংক তাদের কার্যক্রম শুরু করে। সারা দেশে নিজেদের নেটওয়ার্ক প্রতিষ্ঠার লক্ষে তার এক বছর পরেই ১৯৮৪ সালে নারায়ণগঞ্জে আইএফআইসি ব্যাংক একটি শাখা খোলে। এভাবেই দেশে মোট ১২৫টি শাখার মাধ্যমে আমরা জনগণকে সেবা প্রদান করে আসছি। প্রতিষ্ঠানের মালিকানার প্রায় ৩৩% সরকার পরিচালনা করে বিধায় জন সাধারণ এখানে নিরাপদে ব্যাংকের সাথে তাদের লেনদেন কার্যক্রম পরিচালনা করতে পারে।

এসময় তিনি বন্দর বাসীকে ব্যাংকের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানান।
আবু জাহের তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের নেতৃত্বে বন্দরের উন্নয়ণ  কার্যক্রম সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। এখানে কোন অরাজগতা নেই। আশা করি আইএফআইসি ব্যাংক এখানে তাদের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category